আমাদের কথা খুঁজে নিন

   

সামু যেভাবে আমার কাছ থেকে ফেবু কেড়ে নিল

আগে কত কিছু না করতাম ফেসবুকে। সারাদিন ফেসবুক নিয়ে মাতোয়ারা। ব্রাওজার ওপেন হলেই প্রথমেই ফেসবুক তারপর অন্য কিছু। কোন ফ্রেন্ড কি কমেন্ট করল কার স্ট্যাটাস কেমন সেটা নিয়ে রীতিমত গবেষণা চালাতাম। আমার গবেষণার আরেকটি অংশ ছিল কোন আইডি টা ফেক আর কোনটা রিয়েল।

যা হোক আমার দিন ভালই চলছিল। একদিন ফেবুতে এক ফ্রেন্ড এর ওয়ালে একটা শেয়ার কৃত লিঙ্ক দেখতে পাই। লিঙ্কে প্রবেশ করে কনটেন্ট টা পড়ার পর সাইটটা ঘুরে দেখতে থাকি। তারপর এক সাইটটাকে বুকমার্ক করে রাখলাম। নিয়মিত আসা যাওয়া শুরু হল এখানে।

সকলের মন্তব্য করা দেখে মনে হল আমি যদি করতে পারতাম। তারপর এখানে একাউন্ট খুললাম। এবার তো আমাকে কেও ঠেকাতে পারবে না, আমি এখন সবার পোস্টে কমেন্ট করতে পারব। কিন্তু হতাস হলাম, বলে "দুঃখিত আপনি একজন নতুন ব্লগার" তার পর জেনারেল হলাম সেফ হলাম। এবং ফেসবুক কে পুরোপুরি বিদায় জানালাম।

এখন ফাক পেলেই মোবাইলে বা পিসিতে সামুতে ধুকে যায়। অবশ্য অফলাইনেই বেশি পড়ি। শুধু পড়ি। ধন্যবাদ বাঁধ ভাঙ্গার আওয়াজকে। এবং এই সাইটের সোভা বর্ধনকারী সকল দক্ষ ও অভিজ্ঞ ব্লগার গণকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.