আমাদের কথা খুঁজে নিন

   

ঠাঁই চাই আপনায় হে আঁক্বা

যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান, কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,- মাহবুবে ইলাহী আপনি মেছালে বাশার দেখা নবী খোদা রহেন বিলীন ঠাঁই চাই আপনায় হে আঁক্বা। জাহানে আপনার সম নেই সুলতানিন নাছির খোদায়ী ছিফতে আপনি হরদম রয়েছেন মাখা ॥ নবী খোদা রন বিলীন ঠাঁই চাই আপনায় হে আক্বা। কায়িনাতে হয় যিকির মুবারক শানে আপনার মশগুল দুরূদে খোদাও আরশে বানিয়ে খানকাহ ॥ হারিয়ে পথের দিশা চলেছি আঁধার গহীনে দিশা দেখান রাহবার দিলে জ্বালান শিখা ॥ এলোমেলো জীবনযাপন নেই নাজাতী জারিয়া আপনার ছোঁয়াটুকুই শুধু আমলনামা ফাঁকা ॥ হাবীবে খোদায়ী হাবীব হুবহু হাবীবী কায়া রহমতের ডালা দানে আপনায় করুন বাক্বা ॥


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।