আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশসহ ত্রিশটি দেশের নাগরিকদের কানাডায় প্রবেশে অতিরিক্ত সতর্কতা!

দ্য বেঙ্গলি টাইমস ডটকম বায়োমেট্রিক্স পদ্ধতি পুরো মাত্রায় চালু ও সীমান্ত নিরাপত্তা সুরক্ষিত রাখতে বাংলাদেশসহ ত্রিশটি দেশের নাগরিকদের কানাডায় প্রবেশের সময় অতিরিক্ত সতর্কতা হিসেবে আঙুলের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে। আগামী মাস থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন সিটিজেনশীপ, ইমিগ্রেশন ও মাল্টিকালচারিজম মিনিষ্টার জেসন কেনি। তবে কূটনীতিক, অপ্রাপ্ত বয়স্ক ও ৭৯ বছরের উর্ধ্ধেদের জন্যে এই নিয়ম প্রযোজ্য হবে না। বাংলাদেশসহ এই তালিকায় রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, সৌদি আরব, লিবিয়া, নাইজেরিয়া, আলজেরিয়া, জর্দান, লেবানন, সুদান, সোমালিয়া, সিরিয়া, তিউনেশিয়া, ইরাক, ইরান, ইয়েমেন, মিসর, দক্ষিণ সুদান এবং ফিলিস্তিন, কঙ্গো, আলবেনিয়া, মায়ানমার, কম্বোডিয়া, জ্যামাইকা, লাওস, ভিয়েতনাম, কলম্বিয়া, শ্রীলঙ্কা, ইরিত্রিয়া এবং হাইতি । পাশাপাশি যারা কেবল ট্যুরিষ্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ও টেমপোরারি ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন কেবল তাদের ক্ষেত্রেই কেবল এই নিয়ম প্রযোজ্য হবে। তথ্যসূত্র- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.