আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর তাহাদের কাহিনী শুধু দুরত্বের

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ত্রস্ত নীলিমার ’পরে খণ্ড দ্বিখণ্ডিত নক্ষত্ররাজি সেই আঘাতের তোড়ে পৃথিবী কম্পিত গোলাপেরা বিদ্রোহী হয়ে- পাপড়ি দেয় না, বিঁধে হৃদয়ে কণ্টককূল সবার মাঝে থেকেও সবচেয়ে একাকী যেন দূরতর দ্বীপে স্বপ্নের অবগাহন রাত যখন নিজের হয় না বিছানা হয়ে ওঠে হাবিয়া দোজখ চোখের পাপড়িরা মেতে উঠে হিংস্রতার যুদ্ধে অতঃপর তাহাদের কাহিনী শুধু দুরত্বের কোন এক সময় ক্লান্তির সন্ধিতলে আবদ্ধ হয়ে হারিয়ে নিয়ে যায় অনাবিষ্কৃত গ্যালাক্সীর কাছে তখন কাম-ক্রোধ কিংবা মান-অভিমান কিংবা স্বপ্নের টিটকিরি, কিছুই টলাবে না তোমাকে তুমি শুধু তোমার পথে চলবে ছাদে কিংবা ঐ পুকুরের পাড়ে তোমার জন্য প্রতীক্ষায় রয়েছে বুড়ি চাঁদটার মোহনিয়া ভেজা জোছনা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।