আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশে এক জন মাহথির মোহাম্মদ এর খুব বেশি দরকার।

মাঝে মাঝে ভাবি সক্রিয় রাজনীতি তে নিজেকে জড়াবো, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব, শেরে বাংলা কিংবা ভাসানীদের মত নেতা দের আমলে জন্ম হয়নি বলে দুর্ভাগা মনে হয় কখন ও কখন ও। কিন্তু এখন ও কিছু সৎ মানুষরা এখন ও আছেন। আকবর আলী খান দের মত মানুষ কিংবা ডঃ ইউনুস রা যদি রাজনীতি তে আসতেন, যারা দেশের মানুষদের কথা ভাবেন , সত্তিকার অর্থে অনেক যোগ্য । আমাদের দেশে এক জন মাহথির মোহাম্মদ এর খুব বেশি দরকার। বিজয় এর মাস টা হয়ে গেলো হরতাল এর মাস।

মগের মুল্লুক পাইছে যখন ইচ্ছা তখন ই হরতাল দিবে। যে দিকে তাকাই শুধু দূর্নীতি আর অনিয়ম। সকালে ঘুম থেকে উঠে যখন কর্ম স্থলের উদ্দেশ্যে বের হই প্রথমে ই রাস্তার মোড়ে দেখি ট্রাফিক ৫-১০ টাকা পেলে বাস ছাড়ে না হলে ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রাখে। এর পর প্রতিটা যায়গায় অনিয়ম। বাজার করতে যাবেন সেখানে ও যার যেভাবে ইচ্ছা সেভাবে দাম রাখবে, কিছু বলার নাই।

চার দিকে তাকিয়ে দেখুন অনিয়ম এর সর্গরাজ্য যেনো এই খানে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.