আমাদের কথা খুঁজে নিন

   

একটি মজার গল্প-পর্ব ২

লিখেছেঃকম টাকা হইলে বিশেষ চিন্তা-ভাবনা করিয়া খরচ করিতাম। পাঁচ শত টাকা পাইলে নিশ্চিন্তে পায়ের ওপর পা তুলিয়া বসিয়া খাইব। এবার আর মৌলভি সাহেব রাগ চেপে রাখতে পারলেন না। লেবুর কান টেনে দিয়ে বললেন,'খাওয়াচ্ছি তোমাকে পায়ের ওপর পা তুলে। এসব কি লিখেছ,হোপলেস কাঁহাকা'-বলেই পিঠের ওপর দু ঘা বসাতে যাবেন,এমন সময় দফতরি এল একটা নোটিশ নিয়ে।

হেডমাস্টারের নোটিশ-টিফিনের ঘণ্টা শুরু হলে পাঁচ মিনিটের জন্য সবাইকে হাজির হতে হবে কমন রুমে। লেবুকে রেহাই দিয়ে মৌলভি সাহেব ছেলেদের নোটিশের মর্ম বুঝিয়ে দিলেন। টিফিনের ঘণ্টায় প্রায় সবাই এসে জড়ো হলো কমন রুমে। হেডমাষ্টার মশাই বলতে লাগলেন,'চণ্ডীতলা ঘোষদের বাড়ির পাঠশালার বৃদ্ব পণ্ডিতমশাই বামাপদ বাবুকে তোমরা সবাই জানো আশা করি। তোমাদের অনেকেই তাঁর ছাত্র।

তাঁর পাঠশালায় পড়ে এখানে এসেছ। কিন্তু বড়োই দুঃখের বিষয়,তিনি তোমাদের নামে আজ এক গুরুতর অভিযোগ করে পাঠিয়েছেন। তোমরা নাকি তাঁর ছাত্রদের অহেতুক ঠাট্রা-বিদ্রুপ কর। তার নমুনাও তিনি পাঠিয়েছেন। চলবে..... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.