আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ক্ষুধার্ত কে অন্ন দান করি

‎#শহিদ মিনার এ এক কৌটি ফুল দিলেও শহিদ রা কোন লাভ পাবেনা। #সারা দেশে পতাকা লাগালেও শহিদ দের পরিবার এক বেলা খেতে পারবেনা। #রাত ১২ টার পর থেকে মাইকে গান লাগালেই কোন শহিদ এর মায়ের আর্তনাত কমবে না। #পকেটে কাল ব্যাজ লাগালেই কোন শহিদ কেই খুশি করতে পারবেনা। তাহলে এসব করে কি লাভ??? আসুন:::: # ফুলের টাকা গুলো কোন শহিদএর পরিবারে দান করি।

#পতাকা বাড়ি ঘরে না লাগিয়ে ঐ টাকা দিয়ে মুক্তিযোদ্ধা দের গায়ের কাপড় কিনেদেই। #পকেটে কাল ব্যাজ এর বদলে ঐ টাকা মুক্তিযোদ্ধা দের উন্নয়নে ব্যয় করি। #ফুল দিয়ে সময় নস্ট না করে আসুন ঐ সময় এ নামাজ পরে শহিদ দের আত্মার মাগফিরাত কামনা করি। #মাইক এ গান না লাগিয়ে আসুনমিলাদ মাহফিল এর আয়োজন করি। উপরের লিখাতে অনেকে আমার বিরোধিতা করতে পারেন,কিন্তু মন দিয়ে ভেবে দেখুন কথা গুলো ঠিক কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.