আমাদের কথা খুঁজে নিন

   

আমি একটা ক্ষুধার্ত বাঘ

মাথায় নাকি পট্টি দিয়ে ঘুরছেন?

উপায় নেই। তবে সবাই ভাবছে এটা স্টাইল। কিন্তু চুলটা এত খাবলা খাবলা করে কাটা! অনেকে আমার ওই অদ্ভুত টাকওয়ালা চেহারা দেখে বলেছে, আপনার চুল এমন হয়ে গেছে! মানুষ ভাবছে আমার মাথায় উইগ। তাই আসল লুকটা দেখা যায় না।

 

কীভাবে করলেন এই লুকটা?

এ চেহারা তৈরি করতে তিন সপ্তাহ ধরে শুধু দুইরকম ফল খেয়েছি।

তরমুজ আর পেঁপে। তা ছাড়া লেটুস পাতা সিদ্ধ। জল পর্যন্ত মেপে মেপে খেতে হতো। তবে প্রচুর পরিমাণে গ্রিন টি খেতাম। চিনি বাদে।

এতেই সাড়ে পাঁচ কিলো কমিয়ে ছিলাম।

 

আর চুল?

কামিয়ে ফেলেছিলাম। মাথার সামনের দিকে কিছু কিছু জায়গায় রোজ রেজর চালাতাম। তাই ওই খাবলা খাবলা ভাব।

 

'জাতিস্মর' ছবিতে আপনার কুশল হাজরার চরিত্র তো একেবারেই গোপন ছিল।

এটা কি চমক?

ইচ্ছা ছিল, পর্দায় প্রথমবার কুশলকে দেখে দর্শক বলবে: 'এটা বুম্বাদা?'

 

কুশলের চরিত্রে অভিনয়েও আপনি আন্ডারস্টেটেড।

কুশল হাজরা হয়তো বাংলা ছবির এক ইম্পরটেন্ট চরিত্র হিসেবে থেকে যাবে। জানতাম কুশল চরিত্রটা একবার দর্শকের কাছে পেঁৗছলে, ওটা নিয়ে কথা হবেই। হাঁটা, কথা বলা সব পাল্টেছি। ডাক্তারের সঙ্গে কথা বলেছি যে, দুটি হার্ট অ্যাটাক হয়ে গেলে কি খুব স্বাভাবিকভাবেই একটা মানুষ নিজের বুকে বার বার হাত দিতে পারে? ডাক্তাররা বললেন, সেটা হয়ে যায়।

কুশল মানুষটা স্বাভাবিক হলেও তাকে স্বাভাবিক লাগে না। কোথাও একটা হারিয়ে যাওয়া আছে, বাঁচার তাগিদ আছে।

 

ছবিতে তিনটা ন্যারেটিভ। দুটোই আপনাকে নিয়ে। ব্যাপারটা কনফিউজিং হয়ে যাওয়ার রিস্ক ছিল না?

আমার মনে হয়, সৃজিতের প্রশংসা প্রাপ্য যে, ও এতটা রিস্ক নিয়ে এ রকম একটা ছবি বানিয়েছে।

যখন 'ক্লার্ক' করেছিলাম, ওটা কিন্তু সময়ের চেয়ে এগিয়ে ছিল। সহজভাবে তো গল্প বলাই যায়। কিন্তু তা হলে আমি 'বিক্রম সিংহ' করব। নিজেকে যে ভাবে মেনটেন করেছি, আমি তো 'ধুম থ্রি'র মতো সিনেমা করতেই পারি।

কুশল হাজরার চরিত্রে অভিনয় ঘরানাতে আগেই আপনার অভিষেক হয়েছিল।

'ক্লার্ক' আর 'হাউসফুল'-এ। কোনো হিরোইজম নেই। একদম ব্যর্থতার গল্প। 'দোসর' তো তা ছিল না...

'ক্লার্ক' আমার খুব ভালো কাজ। দুর্ভাগ্য সে সময় ছবিটা অত মানুষ দেখেনি।

আজকের দিনে কিন্তু ক্লার্ক রি-রিলিজ করার কথা ভাবাই যায়। যখন 'হাউসফুল' করার প্রস্তাব আসে সেই সময় 'অংশুমানের ছবি'র অফারটাও ছিল। ওটার স্ক্রিপ্টটাও ভালো তবে তার আগেই আমি 'হাউসফুল' করতে চেয়েছিলাম। 'দোসর'য়ে আমি আন্ডারপ্লে করেছিলাম ঠিকই। তবে ওটা ফেলিওর চরিত্র ছিল না।

 

সেই তুলনায় 'অটোগ্রাফ', 'বাইশে শ্রাবণ', 'মনের মানুষ', 'মিসর রহস্য'য়ে আপনার প্রত্যেকটা চরিত্রই বেশ লার্জার দ্যান লাইফ...

হ্যাঁ, তা ঠিক। কাকাবাবু তো একটা তারকাসুলভ চরিত্র। আসলে এখন আমি একটা ক্ষুধার্ত বাঘের মতো ঘুরে বেড়াচ্ছি। কিন্তু সে বাঘটা তিরিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে খানিকটা বুঝে গেছে কোথায় কী রকমভাবে কাজ করাটা প্রয়োজন। সময় চলে যাচ্ছে।

আরও কিছু ভালো কাজ করতে চাই।

* শোবিজ ডেস্ক

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.