আমাদের কথা খুঁজে নিন

   

আমি চিনি গো চিনি তোমারে ওগো------

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল রাজনীতির প্রতিপক্ষগণ একে অপরকে ভালো করেই চিনে গেছেন। এমনভাবে চিনেছেন যা সত্যিই অতুলনীয়। আজ মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া বলেছেন এই সরকারের আশে পাশে ডাইনে বামে যারা আছে তারা সবাই চোর। (একথা কে না জানে)।

তারপরও বিরোধীদলের মতো ভাল করে আর কে চিনবে? কারণ চুরি কোথায় হয়, কি প্রকারে হয়, পরোক্ষ চুরি প্রত্যক্ষ চুরি, আকারে চুরি ইঙ্গিতে চুরি, চুরির যত ডেফিনেশন আছে সবতো ক্ষমতায় যারা থাকেন তারাই ভাল করে জানেন। অতএব-- সরকার পরিচালনার ব্যক্তিরাই বলতে পারেন কারা বড় চোর। এই সরকারের নিজস্ব লোক -- শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িত (অবশ্য এর মাঝে ফালুরও নাম আছে)। হলমার্কের কেলেঙ্কারিতে সরকারের পদস্থ লোকরা ছিলেন, পদ্মা সেতুর বিপর্যয়ের সাথে জড়িয়ে আছে আবুল গোষ্ঠীর নাম। ডেসটিনি জাতীয় সমস্যাতেও সরকারের লোকজন জড়িত এমন কথা বরছেন অনেকে।

এই সরকারের অনেকে আছে জমি দখলে, বাজার দখলে, টেন্ডারবাজিতে, রেল কেলেঙ্কারিতে। অতএব খালেদা জিয়া যথার্থই বলেছেন। ৎ আবার এ কথাও মনে পড়ে-- বিগত সরকারের আমলে সিএনজি দুর্নীতিতে নাজমুল হুদার নাম, স্ত্রীর সংগঠণের নামে জমি বরাদ্দে-- মওদুদ সাহেবের নাম, মহাখালী ফ্লাইওভার নিয়ে হুদা সাহেবের নাম, খাম্বা ব্যবসাতে তারেক জিয়ার বন্ধু মামুনের নাম, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলেপেলেদের জমি দখল কার্যক্রম, কোকোর অর্থ পাচার, খালেদা জিয়া ও সাইফুর রহমানেরর জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয়কে সাদা টাকায় রূপান্তর করার কথা। ৎ তাইতো কথায় কথায় বর্তমান প্রধানমন্ত্রী সাবেক সরকারের চোর বলে ফেলেন। আসলে ঐ কথাই সত্য-- এক জন অপরজনকে আসলে ভাল করেই চেনেন।

আর আমরা পাবলিক-- আম জনতা রঙ্গমঞ্চের নাটক দেখে বলি এক বুড়ি আরেক বুড়িরে কয় নানী। । কারণ, রতনই রতন সঠিকভাবে চিনতে পারে!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।