আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ স্বেচ্ছায় আপনার কাজ করে দিবে!!! কিভাবে????

নিজে শিখি ও অপরকে জানাই সিন্দাবাদ জাহাজির নারিকেল পারার গল্পতা মনে আছে? এক দ্বীপে গেলেন, দেখলেন বেশুমার নারিকেল গাছ তাতে বেশুমার নারিকেল ধরা । দ্বীপবাসীকে বললেন কাহিনী কি ? আপনারা নারিকেল খেতে পছন্দ করেন না? তারা জানাল , পছন্দ করি কিন্তু প্রতিটা গাছেই যে বানরের বাহিনী আছে ওদের কারনেই টা গাছ হতে পারতে পারিনা । সিন্দাবাদ গেলেন ও নারিকেল পাড়লেন । কিভাবে? হ্যাঁ , সেটাই বলব । সিন্দাবাদ বানরকে একটা ঢিল ছুঁড়ে দিলেন , তাই বানর হাতের কাছের নারিকেল ছুঁড়ে দিলেন ।

সিন্দাবাদ আবারও ঢিল মারলে সেও ঐ কাহিনীর পুনরাবৃত্তি ঘটাতে লাগল । বুঝলেন, তো ব্যাপারটা ? মা আমাকে নালিশ দিল ছোট ভাই ডাউল খাইতে চায়না । বললাম, আর রান্না করিও খাবে । মা বলল, না থাক তুই ওরে মারবি । আমি বললাম , না মারব কেন? ও নিজেই খাবে ।

মা যথারীতি ডাউল রান্না করলে খাবার সময় ছোট ভাইকে সাথে নিয়ে বসলাম । আমি আগে ডাউল খেয়ে নিয়ে মাকে বললাম, মা আজকের ডাউল খুব সুন্দর হয়েছে , সব ডাউল আমি খাব, ছোটরে দিবানা । পাঁঠার কান মলা দিলে যে পাঁঠা চ্যাতে এটা তো জানেন? সেও জিদ ধরল, না আজকের ডাউল সে খাবেই । আমি বলি না তরে দিবনা, সে বলে না আমি খাবই । এরকম ঠেলাঠেলির পর মা বলল ও যেহেতু খেতে চাচ্ছে তো খেতে দে ।

আমি ওরে খেতে দিলাম । বুঝলেন কি কাহিনীটা ? হুম, আমরা প্রতিটি মানুষই এমন , কম আর বেশি । প্রত্যেক মানুষই স্বাধীনচেতা । সে অপরের হুকুম মানতে রাজি নয় ঠিক যেন ছাগলের স্বভাব । আপনি তাকে পানিতে নামাতে চাবেন আর সে তার চার হাত পা দিতে কামানের মত পজিশন নিয়ে দাঁড়িয়ে যাবে পানিতে না নামতে।

কিন্তু তাই বলে কি তাকে দিয়ে কাজ করান যাবেনা? বা অপর কেউ তো তাকে দিয়ে কাজ করায় সেটা কিভাবে? হ্যাঁ, যখন সেই ব্যক্তিকে ঐ কাজটি করলে কি লাভ তা বুঝাতে পারবেন বা তার অহংবোধে ঘা দিয়ে তাকে উজ্জিবিত করতে পারবেন । আমরা নিত্যদিন অহরহ এরকম ঘটনার সম্মুখিন হই । খেয়াল করেন, বই কিনতে নীলক্ষেতে গেছেন, দাম একটু কম বলায় দোকানী বলল , এই বই কেনা আপনার পক্ষে সম্ভব নয়? বা নিউ মার্কেটে গেছেন পোশাক কিনতে । যখন পছন্দের পোশাকের দাম হাঁকিয়েছেন , দোকানী বলে এ পোশাক আপনার কেনা সম্ভব নয় । তখন আপনার অহংবোধ বা ইগোতে আঘাত পরায় আপনি দাম বাড়িয়ে সে পোশাক কেনেন ।

কেননা, তাকে আপনি দেখাতে চান যে হুম আপনি ইচ্ছা করলেই সে কাজটি করতে পারেন । নারীরা এ নীতি খুব ভালভাবেই মেনে চলেন । কিছু হলেই বলবে, হুম, দেখছি তোমার মুরদ কতটুকু? আর যায় কোথায়, আপনি তারে মুরদ দেখিয়েই তবেই ক্ষান্ত হন । যাহোক, অনেক প্যাঁচাল পারলাম । শেষে বলতে চাই, প্রত্যেক মানুষই একটা উপন্যাসের মত ।

যেখানে সে নায়ক । কাজেই , তাকে মূল্যায়ন করতে শিখুন, কাউকেই ছোট করে দেখবেন না বা দেখার শিক্ষা কাউকে দিবেন না । ভালো থাকুন সকলে ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.