আমাদের কথা খুঁজে নিন

   

দূরত্বের ফল

হামার বাড়িত আইসেন তো বাহে এ্যাকদিন তোমার চাচী মা ডাইকছে কি জন্য জানি হাটত যায়া কিনবে নাকি একখানা শাড়ি রঙিন টা্ঙ্গাইল বেনারশি নবাবপুরি না কি জামদানী। বেচারি টাউটের কথা শুইন্যা যায় চাচিমার কাছে কি জন্য ডাকিছেন চাচি মা আমার কন তো দেহি তার যে এক ষোড়ছি কন্যা সখিনা আছে ভাতিজার কাছে আইস্যা হাসে সে যে হিহিহি। শাড়ির ছলে ভাতিজার সাথে সখিনার ভাব হয় বিয়ে করে ভাতিজা বাবা যায় বিদেশে মাসে মাসে টাকা আসে। সখিনার দিন যায়। একদিন হালিমের সাথে ধরা পড়ে মানুষের কাছে। ভাতিজা দেশে আইস্যা হিসাব চায় পাঠানো টাকার টাকা নেই বলতেই হয় সখিনা কাবার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।