আমাদের কথা খুঁজে নিন

   

মোহাম্মদ রফিকের বিরুদ্ধে আনা অভিযোগের কোন প্রমাণ পায়নি আকসু

বাংলাদেশ ক্রিকেট দলের স্পীন গুরু বলা হয় মোহাম্মদ রফিককে। বাংলাদেশ ক্রিকেটে দলে সর্বোচ্চ ভালো পার্ফমেন্সের কারণে তিনি পেয়েছেন অমর একুশে পদক সহ আরো অনেক পুরস্কার। ১৯৯৫ সালে ভারতের সাথে প্রথম আর্ন্তজাতিক ওয়ানডে ম্যাচ খেলেন এই স্পীন বোলার। ২০০০ সালে বাংলাদেশ দলের অভিষেক টেস্ট ম্যাচ ও খেলেন মোহাম্মদ রফিক। তিনি বাংলাদেশ দলের প্রথম বোলার যার ওয়ানডে ও টেস্ট এ ১০০টি করে উইকেট লাভ করেন।

৩৩টি টেস্টম্যাচে ১০০উইকেট তার বেস্ট বোলিং ৭৭ রানে ৬ উইকেট। ১২৫ ওয়ানডেতে ১২৫ উইকেট লাভ করেন তিনি বেস্ট বোলিং ৪৭ রানে ৫ উইকেট। ব্যাটিংয়েও রফিক ছিলেন মারমুখি একজন ব্যাটসম্যান ১২৫টি ওয়ানডে ম্যাচে তার রানের সংখ‌্যা ১১৯১এর মধ্যে দুটি অর্ধশতক এবং ৩৩টি টেস্ট ম্যাচে তার মোট রান ১০৫৯ এর মধ্যে একটি শতক ও চারটি অর্ধশতক রয়েছে। তিনি একমাত্র খেলোয়ার আইসিসি ট্রফি জেতার পড়ে ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জমি এবং গাড়ির টাকা দিয়ে দেন এলাকায় স্কুল তৈরির জন্য। রফিক বলছিলো- ভাই আমি তো পড়া লেখা কিছু শিখিনাই।

খুব গরীব ঘরের ছেলে আমি । আমার মহল্লার ছেলে মেয়েরা যেন পড়াশুনাটা শিখে। তাই আমি আমার উপহারের জমিও টাকা স্কুলের জন্য দিয়ে দিলাম। তিনি ২০০৫ সালের বাংলাদেশ ক্রিকেট দলের বর্ষসেরা খেলোয়ার তাছাড়া ২০০৬ সালের বর্ষসেরা বোলার এবং বর্ষসেরা অলরাউন্ডার। আর আজ তাকে নিয়ে গুজব রটানো হচ্ছে।

মোহাম্মদ রফিক আর্ন্তজাতিক ম্যাচ সেরা পুরস্কার গ্রহণের সময়ও ইংরেজীতে কথা বলতে পারেনি কখনো। তিনি কিভাবে আর্ন্তজাতিক জুয়ারিদের সাথে কথা বলবেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের ও কোন সত্যতা খুজে পায়নি আকসু সুত্র : এসবিনিউজ২১.কম http://sbnews21.com/?p=72  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.