আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যবিত্ত নিপাত যাক

খালি গরম লাগে , পুকুরে ডুব দিতে মুঞ্চায় শালা মধ্যবিত্ত জাত টার বাঁচার ই কোন অধিকার নাই । একে তো ইচ্ছা পূরণের সামর্থ্য নাই অন্যদিকে আবার আত্মসম্মানের বড়াই । খুব আসছে আমার মাথা তুলে দাড়াতে । শুধু দুই বেলা ডাল ভাত খেয়ে বেচে থাকলেই হয় না । সমাজে শ্রেণী থাকবে শুধু দুইটা ।

উচু শ্রেণী আর নিচু শ্রেণী । প্রথম দল স্বপ্ন দেখবে , ইচ্ছা করবে আর পূরণ করবে । বাকি দলের লোকেদের জীবনে ইচ্ছা বলে কোন শব্দ থাকবে না । বেটা সামর্থ্য নাই , স্বপ্ন কেন দেখবি ? স্বপ্ন দেখলেই চাবুক মেরে পিঠের ছাল তুলে নেওয়া হবে । ইচ্ছা আর স্বপ্ন উচু শ্রেণীর জন্যই পেটেন্ট করা থাকবে ।

হাসি, ঠাট্টা , আনন্দ , সুখ , ইশ ! উই মা !! এই শব্দগুলো হবে শুধু উপরতলাদের একচ্ছত্র ব্যাবহারের জন্য । আর নিচু শ্রেণীরা কষ্ট, দুঃখ, কান্না, হতাশা, অনাহার , লাঞ্ছনার বাইরে অন্য কোন শব্দ উচ্চারণ করতে পারবে না । ভুলে যদি কেউ স্বপ্ন দেখেও ফেলে তার শাস্তি হবে আত্মহত্যা । "সংবিধানের ৩০২ ধারা মোতাবেক তোমাকে বাধ্যতামূলক আত্মহত্যার বিধান দেওয়া হল । " মধ্যবিত্ত নিপাত যাক ।

চিরজীবী হও তোমরা উপরের তলার সাহেব মেম রা । তোমাদের স্বপ্নের মতই আজীবন বেঁচে থাক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।