আমাদের কথা খুঁজে নিন

   

"বিজয় দিবস" কিছু কথা,কিছু অজানা,অনেক প্রাপ্তি.......কিছু অপ্রাপ্তি এবং কিছু চাওয়া।

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ মহান বিজয় দিবস। অনেক যুদ্ধ,অনেক সংগ্রামের দ্বারা অর্জিত বাঙালি জাতির মুক্তির স্বীকৃতি আমাদের আজকের "বিজয় দিবস"। ১৯৭১ সালের আজকের দিনে আমাদের প্রিয় মাতৃভূমি হানাদার মুক্ত হয়েছিল।

বাঙালি জাতি প্রথমবারের মত পেয়েছিল মুক্তির স্বাদ। এটা আমাদের নিকট অনেক বর প্রাপ্তি। কিন্তু বিজয়ের ৪১ বছর পরেও আমরা আজও পারলাম না ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার করতে। আজ এই বিজয়ের দিনে বাংলার মাটিতে তাদের অবাধ পদচারনা আমাদের বিজয়ের অর্জনকে কলুশিত করছে। তাই আজকের এই বিজয়ের দিনে আমাদের একটাই চাওয়া ৭১ এর যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের বিচার যেন আমরা খুব শীঘ্রই দেখতে পাই।

সামনের বিজয় দিবসগুলোতে যেন আমরা সত্যিকারের বিজয়ের পাই সেটাই আমাদের একমাত্র কাম্য। এবার আপনাদের জন্য একটি ছোট্ট তথ্য (হয়ত অনেকেই জেনে থাকবেন) br /> ত্রিশ লক্ষ মানুষকে যদি একের উপর এক শোয়ানো হয় তবে তার উচ্চতা হবে ৭২০ কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার ৮০ গুণ! →ত্রিশ লক্ষ মানুষ যদি হাতে হাত ধরে দাঁড়ায় তবে তার দৈর্ঘ হবে ১১০০ কিলোমিটার, যা টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্বের চেয়েও বেশি! →ত্রিশ লক্ষ মানুষের শরীরে মোট রক্তের পরিমাণ ১.৫ কোটিলিটার, যা শুকনো মৌসুমে পদ্মা নদীতে প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির সমান! ___তারপরও হয়তো আমরা কখনই বুঝবোনা যে কতটা মূল্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে! সবুজ আয়তক্ষেত্রের মাঝে লাল বৃত্তের জন্য আমাদের ভালোবাসা ঠিক যেন, নিজের মায়ের প্রতি ভালবাসার মত হয় সেই কামনাই করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.