আমাদের কথা খুঁজে নিন

   

আমি বিজয় এনেছি

স্বপ্ন নয়, প্রেম নয়, মাথার ভেতর এক বোধ কাজ করে, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। (পরীক্ষা শেষে এই মহান দিবসে আবার ফিরে এলাম। আমি ভাগ্যবান এই মহান দিবসেই আমার জন্ম। ) উৎসর্গঃ সকল শহীদ ও গাজী মুক্তিযোদ্ধাদের প্রতি আমি বিজয় এনেছি যন্ত্রণাহত মায়ের জঠর হতে সদ্য মুক্তিপ্রাপ্ত শিশুর মতন আমি একটি দেশ জন্ম দিয়েছি। আমি বিজয় এনেছি অজস্র বুলেটের তীক্ষ্ণ নিনাদে দাঁতে দাঁত চেপে সহ্য করে আমি একটি পতাকা দিয়েছি।

আমি বিজয় এনেছি শত্রু হায়েনাদের শত ঘাত- প্রতিঘাত দেয়াল-প্রমাণ বুকে ঠেকিয়ে আমি এক বুক রক্ত দিয়েছি। আমি বিজয় এনেছি ঝরণাধারার ন্যায় রক্ত ভাসিয়ে লাখো মানুষের ত্যাগের প্রতিদানে আমি বহমান চেতনা দিয়েছি। আমি বিজয় এনেছি শত্রুর বুকে ছুরি বসিয়ে আরাধ্য জীবন ছিনিয়ে নিয়ে রক্তিম সূর্যটাকে কেড়ে নিয়েছি। আমি বিজয় এনেছি শাল-খাগড়ার বনে বুক ঠেকিয়ে উঁচু আকাশটাকে পা মাড়িয়ে আমি একটুকরো সবুজ বাঁচিয়েছি। আমি বিজয় এনেছি মাছরাঙার ঠোঁটে জীবন বাজি রেখে জঘন্য মৃত্যুকে মুঠোয় পুরে আমি স্বাধীনতার স্বাদ এনে দিয়েছি।

আমি বিজয় এনেছি সমুদ্রে সুনামি উসকে দিয়ে পুরনো সূর্য নিভিয়ে দিয়ে আমি নতুন সূর্য উদয় করেছি। আমি বিজয় এনেছি নদীর গতিপথ পালটে দিয়ে দখিনা বাতাস ঘুরিয়ে দিয়ে আমি নূতন বাতাস বইয়ে দিয়েছি। আমি বিজয় এনেছি নব চেতনার জনম দিয়ে রঙধনুর রঙে রাঙিয়ে দিয়ে আমি বিজয় নিয়েই তবে ফিরেছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.