আমাদের কথা খুঁজে নিন

   

জাতীর জনক বিক্রী হচ্ছে পুরনো খবরের কাগজ মুড়ে

বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনায় ভেষে যাচ্ছে দেশ। এরকম সময়ে সম্প্রতি গিয়েছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে, নতুন প্রজন্মের কয়েকটি শিশুকে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর সাথে পরিচিত করতে। ফেরার পথে সাথে থাকা শিশুদের জন্য, নিজের জন্য আর কিছু বিদেশী বন্ধুদের জন্য স্বারক এবং বই কিনলাম। তার মধ্যে অন্যতম ছিল বঙ্গবন্ধুর অসমাপ্ত ডায়েরী এবং জাতীর জনক বই-ও। বই-সহ অন্যান্য স্বারকগুলো কাউন্টারে বিরক্ত মুখ নিয়ে বসে থাকা এক আন্টি হাতে তুলে দিল।

বললাম, “এভাবে-ই ‍দিবেন !” তিনি আরো বিরক্ত মুখে বইগুলোকে পুরনো খবরের কাগজে মুড়তে থাকলেন। আমি বিনয়ের সাথে জানতে চাইলাম “কোন ব্যগ-ফ্যাগ নেই ?’’ উত্তর এলো “না”। “শেষ হয়ে গেছে ?’’ যথা সম্ভব হাসি মুখে বললাম। “ এরকম কিছু আমাদের করা নেই” বলেই তিনি বিক্রীত টাকার হিসেব লিখতে ব্যস্ত হয়ে পরলেন। আমি নিষ্পাপ হতবাক! বলতে চাইলাম, একটু তথ্য বা কিছু ছবি দিয়ে অন্তত কাগজের একটা ব্যাগ তৈরী করতে তো খুব বেশী খরচ-ও না।

তা ছাড়া মূল্য হিসেবে টাকাও খুব একটা কম রাখা হচ্ছে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যাদুঘর থেকে এ ভাবে পুরানো খবরের কাগজে মুড়ে বই নিয়ে বের হলে বিষয়টা ঠিক সম্মানের-ও লাগে না...... আন্টির ছোট-খাটো উত্তর “আপনার ভাগ্য ভালো, পেপার ছিল”। আমার ভাগ্য নিয়ে গর্ব বোধের পরিবর্তে লজ্জায় আমার কান উষ্ঞ হয়ে উঠছিল। কিছুটা অপমান বোধও করছিলাম। কারন - সাথে থাকা শিশুদের আমি বঙ্গবন্ধুর বাড়িটি ঘুরিয়ে দেখাতে দেখাতে জাতীর জনক ও দেশ নিয়ে গর্ব বোধ করার যে বানীগুলো দিচ্চিলাম এবং ওদের ছোট্ট চোখেমুখে যে প্রভাবিত হওয়ার লক্ষন উপলব্ধি করছিলাম তার সাথে এই ঘটনার বড্ড অমিল ।

আমার হাতে পুরনো খবরের কাগজে মোড়া জাতীর জনক। নিয়েছি দেশের স্হপতির বাড়িতে স্থাপিত মুক্তিযুদ্ধ যাদুঘর থেকে। একটি জাতীয় প্রতিষ্ঠান থেকে। সাথের শিশুরা না থাকলে নির্ঘাত সবকিছু ফেরত দিয়ে টাকা নিয়ে আসতাম, তাতে যতই ঝগড়া করতে হতো... করতাম! আরো কিছ স্বারক এবং বই কেনার ইচ্ছা আছে, কিন্ত ইচ্ছা নেই আবার দেখি জাতীর জনক বিক্রী হচ্ছে পুরনো খবরের কাগজ মুড়ে.... যখন বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনায় ভেষে যাচ্ছে দেশ.... তাই যাওয়া হচ্ছে না। কেউ কি বলতে পারবেন, ওখানে কোন সুন্দর, যাদুঘরের নামসহ কোন র‌্যাপিং পেপার বা ব্যাগ তৈরী করা হয়েছে কি না!? দয়া করে জানা থাকলে জানবেন, আমার আরো কিছ স্বারক এবং বই কেনা প্রয়োজন, তবে প্রয়োজন নেই আবার দেখি, জাতীর জনক বিক্রী হচ্ছে পুরনো খবরের কাগজ মুড়ে.... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.