আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে বিশ্বজিত !!!!

আমি তোমাদের গান গাই হায়রে বিশ্বজিত !!!! এই বিজয়ের মাসে তুমিও নিলে ছাড়পত্র। জানিনা কি দোষ তোমার। কেনই বা তোমায় দিতে হল প্রান। শুধু টিভির পর্দায় দেখি তোমার প্রান নাশের দৃশ্য। আর মনের মাঝে জন্ম নেয় ধিক্কার,ঘৃনা নিজের প্রতি আমরা কিছুই করতে পারিনি সেইদিন।

শত শত মানুষের চোখের সামনে তোমায় নির্মম ভাবে প্রান দিতে হয়েছে। আর আমরা নিরব শ্রোতা হয়ে দেখেছি,ছবি তুলেছি, অনেকটাই সিনেমার শুটিং এর মত। এখন দেখছি অন্য রুপ ...চলছে নানা প্রকার সংলাপ তোমায় ঘিরে। তোমার হত্যাকারিদের পরিচয় আর অবস্থান নিয়ে। তারা কি ছিলেন কোন দলের ছিলেন।

কে নেবে তার দ্বায়ভার। সবকিছু দেখে একটাই প্রশ্ন জাগে জাতির কাছে...... খুনিরা কে কোন দলের এটাই কি মূল ??? প্রকাশ্যে হাজারো মানুষের সামনে নিশংসভাবে একটা মানুষকে খুন করল তাদের আর পরিচয়ের কি প্রয়োজন আছে??? সবচাইতে বড় পরিচয় হল তারা খুনি, তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত নয় কি? কেন এত সংলাপ এত নাটকীয়তা। কয়েক মাস আগে টিভির পর্দায় দেখেছিলাম মাননীয় প্রধান মন্ত্রির মৃত্যু কামনা করে একটি পোস্ট লিখেছিলেন ফেসবুকে এক লোক। কয়েক ঘণ্টা পার না হতেই সেই লোক গ্রেফতার হন। আর এই বিশ্বজিতের খুনিরা ক্যামেরা বন্দী তবুও এখনও মিলছেনা তাদের দেখা কেন??? এই বাংলায় এখনও ৭১এর ঘাতকদের বিচার চলছে ,মাননীয় প্রধান মন্ত্রি সে বিষয়ে অনেক অবদান রেখেছেন জাতিরকাছে, তাই নতুন কোন ঘাতকদের আবারও এই বাংলার মাটিতে জন্ম হবে জাতি তা কখনই আশা করেননা মাননীয় প্রধান মন্ত্রীরকাছে।

অনতি বিলম্বে সেই ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করে জাতিকে স্বস্তি প্রদান করার গুরু দায়িত্ব রাখবেন মাননীয় প্রধান মন্ত্রি সেই আশায় চেয়ে আছেন সারা বাংলার মানুষ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.