আমাদের কথা খুঁজে নিন

   

দেশাত্ববোধক কবিতা

অরুণালোক আবার ফাগুন এলো ফুলের বনে আবার গাইলো পাখি গান। আবাব জাগলো সুখ মানব মনে- শান্তিধারা অফুরান। চারিদিকে প্রাণে প্রাণে মুখরিত গানে গানে, আনন্দ কলতানে- আজ এই দেশ ধন্য। । মাঠে মাঠে ভরা আজ সোনালি ফসল, মীনে ভরা নীল জলাশয়, কোথাও নেই কোন ব্যথার বাদল, সবখানে মানুষের জয়।

মেহনতি-মজদুরি জোগাবেই সুখ সিঁড়ি এসো ভাই এ দেশ গড়ি- পৃথিবীতে অনন্য। । আর কেউ থেকো না পেছনে পড়ে-; চলো ভাই সামনে এগোই-, সব মানষের হাত একক করে সুখ ও দুঃখভাগী হই। তুমি আমি বোনে ভা'য়ে-; পথ চলি দৃঢ়পায়ে, ডাকছে গো মাটি মা'য়ে সোনার দেশের জন্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.