আমাদের কথা খুঁজে নিন

   

একান্তই আমার মনের কিছু কথা ।

আমি আমার দুচোখ কখনো জলে বেজাব না এ ব্যাথা আমারই থাক চাই না কারো সাত্বনা । কারণ আমি মনে করি পৃথিবীর জন্য আমি উপযোগী নই । একটা কথা আছে , হয় মানিয়ে নাও- নয়তো ধ্বংস হয়ে যাও । আমি মানিয়ে নিতে পারি না , এ বিশ্বের মাঠি মানুষ আবহাওয়ার সাথে । তাছাড়া আর একটা কথা আছে , পৃথিবী শুধু সফল লোকদের আত্মগর্বকে পচন্দ করে দুর্বল লোকদের নয় ।

আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে দুর্বল লোক মনে করি । কেননা তার পেছনে অনেক কারণ আছে । যেমন, আমি মেয়েদের মাঝে কোন গুণ পাই না । আর যে কি না পৃথিবীর সবচেয়ে আপন বলে গন্য করা হয় সেই মাকে আমি প্রতিটি সন্তানের কাছে বোকা বলে বিবেচিত মনে করি । তাতে মায়ের কোন দোষ আমি মনে করি না ।

করণ মা যদি বোকা না হয় তাহলে মা শব্দের যযার্থতা তাকে না । একমাত্র বোকা ছাড়া পৃথিবীতে কেউ নিঃস্বার্থ ভালবাসতে পারে না । পরিবার সেতো এক নরক যন্ত্রণা । ভাই-বোন তাদের সংঙ্গা আমার মনে আসে না । মানে মনের কোণে স্বপ্ন উকি দিয়ে দুর আকাশে মিলিয়ে যাওয়া একমাত্র তাদের পক্ষেই সম্ভব ।

সমাজ – রাষ্ট সেখানে তো জীবন নিরাপত্তাহীন । তাহলে একটু ভাবুন কিভাবে আমি মানিয়ে নিতে পারি এই পরিবার, সমাজ, রাষ্টে । যেখানে নির্ভরতা নাই, স্বাধীনতা নাই সেখানে মানুষের প্রাণ বাঁচে কি করে । মরণের স্বাদ পাইনি বলেই বেচেঁ আছি । জন্ম আনন্দময়, মরণ শান্তিময় , আর মাঝখানের সময়টুকু ভোগান্তির ।

নিয়ম মত আমাদের তা ভোগ করতেই হবে । সব কিছুই নিয়ম মাফিক চলে আর যদি তুমি নিয়ম ভঙ্গ কর তাহলে তুমি কষ্ট পাইবে । কষ্ট পাওয়া যাদের স্বভাব তাড়াও তাদের নিয়ম মানিয়াই চলে । আমিও একটা নিয়ম নিয়ে মরণের নিয়মে পদাপর্ণ করতে চাই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।