আমাদের কথা খুঁজে নিন

   

বাজেটে আসছে ‘স্থায়ী পে কমিশন’

সচিবালয় কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের নেতারা সোমবার দেখা করতে গেলে মন্ত্রী তাদের এ কথা বলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “টার্মস অ্যান্ড কন্ডিশনস’ এখনো ঠিক হয়নি। এই বাজেট বক্তৃতাতেই আমি ‘স্থায়ী পে অ্যান্ড সার্ভিস কমিশন’ গঠনের ঘোষণা দেব। ”
স্থায়ী কমিশন গঠিত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে বলে জানান মন্ত্রী।
মুহিত বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে কমিশন বেতন-ভাতা বাড়ানোর সুপারিশ করবে।

সরকার তা বাস্তবায়ন করবে। তখন আর কয়েক বছর পর পর কমিশন গঠনের প্রয়োজন হবে না।
অর্থমন্ত্রীর দপ্তরে এ বৈঠকে ঐক্য পরিষদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস খান ও মহাসচিব রুহুল আমিন।
তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা দেয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, “সরকার ক্ষমতা ছাড়ার আগে নিশ্চয়ই সুখবর থাকবে। ”
বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ।

এর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ।
সর্বশেষ ২০০৯ সালের ১ জুলাই সরকারি চাকুরেদের বেতন-ভাতা বাড়ানো হয়। এরপর গত ৩ বছরে গড় মূল্যস্ফীতি হয়েছে আট শতাংশের বেশি।
এরইমধ্যে রোববার বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।
এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতেই ঐক্য পরিষদের নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.