আমাদের কথা খুঁজে নিন

   

ব্যারিকেড বেয়নেট বেড়াজাল - একাত্তরের মুক্তিসেনার যুদ্ধ

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। ছাগু, ভাদা এবং কুত্ত্যা বিহীন দেশ চাই এবং সামু এর বাইরে হতে পারেনা সামু থেকে ছাগু, ভাদা এবং কুত্ত্যাসব নিপাত যাক ব্যারিকেড বেয়নেট বেড়াজাল পাকে পাকে তড়পায় সমকাল মারীভয় সংশয় ত্রাসে অতিকায় অজগর গ্রাসে মানুষের কলিজা ছেঁড়ে খোঁড়ে খাবলায় খাবলায় নরপাল। ঘুম নয় এই খাঁটি ক্রান্তি ভাঙো ভাই খোঁয়ারির ক্লান্তি হালখাতা বৈশাখে শিস দেয় সৈনিক হরিয়াল। । দুর্বার বন্যার তোড়জোড় মুখরিত করে এই রাঙা ভোর নায়ে ঠেলা মারো হেঁই এইবার তোলো পাল তোলো পাল ধরো হাল।

। কড়া হাতে ধরে আছি কবিতার হাতিয়ার কলমের তলোয়ার সংগ্রামী ব্যালাডে ডাক দেয় কমরেড কবিয়াল। । [গানটি লিখেছেন আবু বকর সিদ্দিক এবং সুর ও স্বরলিপি করেছেন সাধন সরকার] একাত্তরের মুক্তিসেনার যুদ্ধ আমি দেখি নাই তবু মা তোর ধুলোর গন্ধে সংগ্রামের সে স্পর্শ পাই। ।

মূহুর্তে তোর গায়ের সবুজ বুড়ে হলেও সূর্য লাল তিরিশ লক্ষ প্রাণের দামে রক্তে ভেজে তোর কপাল নির্যাতিতা ফিরছে ঘরে নিখোঁজ তাহার বাপ ও ভাই। । মাগো যদি জন্ম নিতাম একাত্তরের আগে গো সন্তানের সে ঋণ শোধাতাম আত্মাহুতির আগে গো শহীদ হব তোরই বুকে এমন কপাল আমার নাই। । একটি ক্যাচাল মুক্ত সুস্থ সামু ব্লগ চাই দেশটা আজ এভাবেই দুই ভাগ হয়ে যাচ্ছে আর আমরা বুঝতেও চাই না যে এগুলো সব ষড়যন্ত্র চলছে আমাদের দেশটাকে ধ্বংস করে দেয়ার জন্য ভাই আমরা কবে আমাদের দেশটাকে সত্যি কারের ভালবাসব সবারই যার যার দল করার অধিকার আছে কিন্তু দেশের স্বার্থ বিরোধী কাজ করার কোন অধিকার আমাদের নাই একে অপরের উপর কাঁদা ছোঁড়ার কোন কারন থাকা উচিত নয় সবশেষে এই সব ছাগু, ভাদা এবং কুত্ত্যা বিহীন সমাজ চাই এবং সামু এর বাইরে হতে পারেনা সামু থেকে ছাগু, ভাদা এবং কুত্ত্যাসব নিপাত যাক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।