আমাদের কথা খুঁজে নিন

   

নিবন্ধন নাম্বার ৭৫০৬

মা আমাকে বলেছিলো যেন ঘর থেকে বার না হই, তুমি বলেছিলে সাবধাণে থাকতে প্রয়োজনে তুমি হবে আমার সিগরেটের ফেরিওয়ালা হা হা হা.. কিন্তু আমি তো আর বন্ধি পাখী নই আমার দম বন্ধহয়ে আসে আমাকে বাইরে যেতে হবে কে জানে হয়তো কোন না কোন দল চাপাতি নিয়ে আমার জন্য দাড়িয়ে আছে রাজপথে কিংবা গলির মোড়ে, আজ ই হয়তো শেষ দিন| এটাই হয়তো আমার শেষ লেখা | ওদের আঘাতে আঘাতে হয়তো আমার সাদা শার্টটা লাল হয়ে যাবে, ঝলমলে সে রঙ্গীন চিত্র কাল পত্রিকার পাতাই শোভা পাবে যেন একটা বিঙ্গাপন| হয়তো তার আগেই আমার এ মৃত্যু দৃশ্য ১৬কোটি মানুষ দেখবে নিঃশ্বাস বন্ধকরে, যেন ওটা গ্লাডিয়েটরের সিকুয়াল| তুমি যদি দেখ রাস্তাটাকেও তোমার রোমের সেই colloseum মনে হবে তুমি টের ও পাবে না গ্লাডিয়েটরের কি কষ্ট | এখানে রোমান সৈন্যের বদলে পুলিশ থাকবে, হিংস্র সিংহের বদলে থাকবে মানুষের মুখোষে কিছু হায়েনা কিংবা তার থেকে ভয়ংকর কিছু , আর জনতার বিস্মৃত চোখের বদলে ক্যামেরার সর্বগ্রাসী লেন্স| কেও বাধা দেবে না নিঃশ্বাস বন্দ করে অপেহ্মা করবে শেষ দৃশ্যের| এর পর আমার প্রাণহীণ দেহটা নিয়ে শুরু হবে রাজনীতিবিদ দের টানা টানি, একদল বলবে, "ও আমাদের কর্মী", অন্য দল, "ও আমাদের সেচ্ছাসেবক কর্মী যারা মেরেছে ওরা রাজাকার আমারদলের কেও এমন জঘন্য কাজ করতেই পারেনা" | বাকিরা ই বা বাদ যাবে কেন তারাও দাবী তুলবে আমার লাশকে দলে ভেরাতে,বলবে "ও আমাদের সাথী,নিবন্ধন নাম্বার ৭৫০৬ মোটেও হিন্দু ফিন্দু না শাচ্চা মুসলমান......" মিডিয়াতে বড় করে কভারেজ হবে, বুদ্ধিজীবিরা নিরপেহ্মতার মোড়কে এক এক দলের সাফাই গাবে | আমার মায়ের বুক ফাটা কান্না কেও দেখবে না| তোমার নিশ্চুপতায় কি আছে কেও খুজবে না | আমার লাশের আর্তনাদ কেও শুনবে না | এর ই মাঝে নতুন আর একজন প্রাণ দেবে চক্র পূর্ণ করতে, এ চক্র চলতেই থাকবে | আমাকে সবাই ভুলে যাবে,তুমি ও হয়তো | যেতে হবে এতো শোকের বোঝা মানুষের বয়ে বেড়াবার হ্মমতা নেই, তারা ক্লান্ত | যাক ভুলে যাক, নতুন শোক কে আলিঙ্গন করুক.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।