আমাদের কথা খুঁজে নিন

   

নিবন্ধন মাত্র একদিন!

আজ তুমি অন্যের...........প্রীতি! আগামী ২৬শে নভেম্ববর মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানি বিষয়ে সমোঝতা চুক্তি সই হবার কথা। প্রথম বার চুক্তি সম্পাদনের তারিখ পেছালেও কর্মী নিবন্ধনের বিজ্ঞাপনের খসড়া সহ প্রয়োজনীয় প্রস্তুত্তি প্রায় সম্পন্ন। জনশক্তি ,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর সূত্র মতে, প্রায় পাঁচ লক্ষ্য শ্রমিক কয়েক ধাপে পাঠানো হবে, প্রথম পর্যায়ে পঞ্চাশ হাজার শ্রমিক পাঠানো হবে, পরবর্তীতে পর্যায়ক্রমে বাকী শ্রমিক পাঠানো হবে। আট বছরের ভিসা চুক্তি হবে মাসিক বেতন প্রায় ২৫-৩০ হাজার টাকা। বাৎষরিক চুক্তি শেষ হবার তিন মাস আগে চুক্তি নবায়নের সুযোগ দেয়া হবে।

বিমান ভাড়া কোম্পানী বহন করবে। প্রায় পাঁচ ধরনের কাজের জন্য শ্রমিক নেবে মালয়েশিয়া। শ্রমিক পাঠানোর ক্ষেত্রে জেলা ভিত্তিক কোটা অনুসরণ করা হবে, কোটায় মহিলা-পুরুষ থাকবে। মালয়েশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকদের প্রথমে নিবন্ধন করার জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। নিবন্ধন সময় মাত্র একদিন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, নিবন্ধনের পর শ্রমিক বাছাই করে প্রশিক্ষণের ভিত্তিতে মালয়েশিয়া পাঠানো হবে।

আর এ নিবন্ধন অনলাইনে ফ্রি করার সুযোগ দেয়া হবে। আগ্রহীদের অবশ্যই মেশিন রিডেবেল (এমআরপি) পাসপোর্ট থাকতে হবে। আগামী ২৬শে নভেম্বর চুক্তি স্বাক্ষরের পর বিস্তারিত তথ্য জানা যাবে এই সাইটে এখানে আমার প্রশ্ন হল আগে আসলে আগে পাবেন এবং নিবন্ধন সময় মাত্র একদিন এটা শুভংকরের ফাঁকি নয়তো । আমাদের দেশের সার্ভারের যা অবস্থা এইতো কয়েক দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ফলাফল প্রকাশের দিন থেকে প্রায় চার-পাঁচদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইটে ঢুকা সম্ভব হয়নি। এটা প্রায় সব পরীক্ষার ফলাফলের সময় লক্ষ্য করা যায়, তাহলে কেন নিবন্ধন সময় মাত্র একদিন করা হল।

এত বিশাল লোকের চাপেতো সার্ভারের নাম গন্ধ পাওয়া যাবে না। শহরের লোকেরা না হয় সারা রাত জেগে না হয় একটা করবে কিন্তু গ্রামের কিংবা প্রত্যন্ত অঞ্চলের নেটওয়ার্ক সুবিধা খুবই দুর্বল সেখানকার লোকদের কি অবস্থা হবে তাতো বুঝায় যাচ্ছে। এজন্যই বলছিলাম শুভংকরের ফাঁকি নয়তো। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে মনে হয় সবাই উপকৃত হবে। মোট কথা নিবন্ধন সময়টা বাড়িয়ে দিলে সবার জন্য সুবিধার হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।