আমাদের কথা খুঁজে নিন

   

নিবন্ধন ২য় পর্ব।

আজ তুমি অন্যের...........প্রীতি! আগামী ২৬ শে নভেম্বর মালয়েশিয়ার সরকারের সঙ্গে চুক্তির পর জনসংখ্যার ভিত্তিতে সারা দেশ থেকে কর্মী পাঠানো হবে মালয়েশিয়ায়। এজন্য সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য কোটা অনুসরণ করা হবে। এতে দেশের সব জেলার আগ্রহী ব্যক্তিরা সমান ভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সুত্র হতে জানা যায় পাচঁ খাতে কর্মী নেবে মালয়েশিয়া, খাত গুলো হল: ১. বৃক্ষায়ণ (প্ল্যান্টেশন) ২. কৃষি (এগ্রিকালচার) ৩) উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) ৪. নিমার্ণ (কনস্ট্রাকশন) ও ৫. সেবা (সার্ভিস)। বৃক্ষায়ণ খাত থেকে লোক নেয়া শুরূ হবে।

জেলা কোটা ভিত্তিতে লোক নেয়া হবে। সাম্প্রতিক আদমশুমারির ভিত্তিতে কোন জেলায় কতজন লোক আছে সেই অনুযায়ী জেলা কোটা নির্ধারণ করা হবে। জনসংখ্যা বেশি হলে সেই জেলার কোটা সংখ্যাও বেশি হবে। প্রথম পর্যায়ে ৫০ হাজার লোক নেয়ার কথা সেই ভিত্তিতে ঢাকা জেলার ৩৪৮০(তিন হাজার চারশ আশি) জন, চট্রগ্রাম ২৬৪০(দুই হাজার ছয়শ চল্লিশ) জন, রংপুর জেলার ১,০২০( এক হাজর বিশ) জনকুমিল্লা ১৮৫৫জন,ময়মনসিংহ ১৮০০জন, টাঙ্গাইলের ১৩১৫ জন, বগুড়ার ১২১৫জন। বান্দরবনের ১২০জন, রাঙামাটি ও খাগড়াছড়ির ২১০ জন, মেহেরপুরের ২৩৫জন, ঝালকাঠির ২৮০ জন, পঞ্চগড়ের ৩৪০ জন, কিশোরগঞ্জের ১,৩১৫ জন, নারায়ণগঞ্জের ৮৭৫ জন, গাজীপুরের ৮১৫ জন, ফরিদপুরের ৭০৫ জন, জামালপুরের ৮৫০ জন, নেত্রকোনার ৮০০ জন, নরসিংদীর ৭৭০ জন, মানিকগঞ্জের ৫২৫ জন, শেরপুরের ৫১০ জন, গোপলগঞ্জের ৪৩৫ জন, মাদারীপুরের ৪৫৫ জন, শরীয়তপুরের ৪৩৫ জন, রাজবাড়ীর ৩৮৫ জন, নোয়াখালীর ১,৪৮০ জন, ব্রাহ্মণবাড়িয়ার ৯৬০ জন, চাঁদপুরের ৯০৫ জন, কক্সবাজারের ৭১০ জন, লক্ষ্মীপুরের ৬০০ জন, ফেনীর ৪৮৫ জন, সিলেটের ১,০৩০ জন, সুনামগঞ্জের ৮০৫ জন, হবিগঞ্জের ৭০৫ জন, মৌলভীবাজারের ৬৫০ জন, সিরাজগঞ্জের ১,০৮০ জন, দিনাজপুরের ১,০৬৫ জন, নওগাঁর ৯৬৫ জন, রাজশাহীর ৯২০ জন, পাবনার ৮৭৫ জন, গাইবান্ধার ৮৬০ জন, কুড়িগ্রামের ৭১০ জন, নীলফামারীর ৬৩০ জন, নাটোরের ৬১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৭৫ জন, লালমনিরহাটের ৪৪৫ জন, জয়পুর হাটের ৩৪৫ জন,যশোরের ১,০০০ জন, খুলনার ৯৫০ জন, সাতক্ষীরার ৭৪৫ জন, কুষ্টিয়ার ৭০০ জন, বাগেরহাটের ৬১০ জন, ঝিনাইদহের ৬৩৫ জন, চুয়াডাঙ্গার ৪০৫ জন, নড়াইলের ২৮০ জন, মেহেরপুরের ২৩৫ জন, বরিশালের ৯৫০ জন, ভোলার ৬৯০ জন, পটুয়াখালীর ৫৯০ জন, পিরোজপুরের ৪৪৫ জন, বরগুনার ৩৪০ জন এবং ঝালকাঠির ২৮০ জন সুযোগ পাবেন।

প্রতিবার লোক পাঠানোর ক্ষেত্রে একই হারে জেলা কোটা অনুসরণ করা হবে। চুক্তি স্বাক্ষরের পর অনলাইনে আবেদনের আহ্বানের তারিখ ঘোষণা করা হবে। আগে নিবন্ধনের সময় ছিল একদিন সেটা বাড়িয়ে কোটা পুরণ না হওয়া পর্যন্ত যে কয়দিন লাগে তত দিন নিবন্ধন চলবে। কোটা পূরণ হলে সয়ংক্রিয়ভাবে ওই জেলার নিবন্ধন বন্ধ হয়ে যাবে। নিবন্ধন শেষ হওয়ার পর ফিরতি বার্তায় নিবন্ধনকারীদের সাক্ষাৎকারের সময় ও স্থানের না জানিয়ে দেওয়া হবে।

চুড়ান্ত ডাক পাওয়ার পর ১০ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেখানে মালয়েশিয়ার ভাষা, সংস্কৃতি, আইন সম্পর্কে ধারণা দেওয়া হবে। মালয়েশিয়া যেতে জন প্রতি খরচ পড়বে ৪০ হাজার টাকা। এর মধ্যে বিমান ভাড়া ৩০-৩৫ হাজার টাকা, স্বাস্থ্য পরীক্ষার জন্য ৩ হাজার টাকা, প্রশিক্ষণের জন্য ১ হাজার ৫০০ টাকা, বহিঃগমন ছাড়পত্র ও স্মার্ট কার্ডের জন্য ১ হাজার টাকা,ট্রেড( যে কাজা করবেন) পরীক্ষার জন্য ৫০০ টাকা, এবং নিজ খরচে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করতে হবে। দেশে ফেরার সময় নিয়োগকর্তা তার বিমান ভাড়া বহন করবে।

মালয়েশিয়া যাওয়া সম্পর্কিত আমার পূর্বের পোস্টটি দেখুন। নিবন্ধন মাত্র একদিন! সূত্রঃ প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।