আমাদের কথা খুঁজে নিন

   

আত্মপক্ষ সমর্থন

শাফিক আফতাব-------- ছায়া দিয়েছো, মায়া দিয়েছো, কায়া দিয়েছো মিশে আছো তাই আমার ঘুষখোর সত্তায় যখন চাই,যেভাবে চাই বিছানায় শুয়েছো তাই মনে আছো গানে আর গীতিকবিতায়। পণ্যের মতো জঘন্য মনে ঢকঢক গিলেছি বাতুল খাবার উপহার আর ইউনিফর্ম কিনেছি ঘুষের টাকায় তোমার শাড়িলিপস্টিক অন্তবার্স প্রসাধনী আর পিল আর সঙ্গমউত্তেজক ট্যাবলেট সবই ঘুষের তাবায়। ছিককে চোর আর পকেট মার যদি মারে দুইএকশত সমাজে ঘৃণিত ধিকৃত আর জঘন্য উপাধীর খেতাবে ভূষিত রুইকাতলারা যে কলমের এক খোচায় এক ভাউচারে কোটিত আর তাদেরই নাকি দের সমাজের জন্য প্রাণ নিবেদীত। ছায়া খুলে ছায়া দাও হে ছায়াবতী নারী আমার আমিই তো সমাজের শত্রু আমিই তো এক বিখ্যাত গণ্ডার। ২৯.০৪.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.