আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণা কি পারবে সন্দীপকে নতুন পথের সন্ধান দিতে....

জীবনেরটানে স্বপ্নেরখোজে, খুজে ফেরা নিজের প্রান, তবু আমি ছুটে চলি, স্পাইসিস্পাই001 কী বোর্ড এর সামনে বসে থাকতে থাকতে স্বর্ণা যেনো অস্বস্থির হৃৎপিন্ডে ঢুকে গেছে....এখনও সন্দীপের আসার নাম নেই......আর কতক্ষন অপেক্ষা করলে সন্দীপের দেখা পাবে তারও কোনো ঠিক নেই......অথচ হুমায়ন আহমেদের "তিথির নীল তোয়ালে" বইটা গত দুই সপ্তাহ যাবৎ টেবিলের উপর পড়ে আছে পড়ার সময় নেই... যে স্বর্ণা পাচ মিনিট কারও জন্য অপেক্ষা করতে পারতো না .....নতুন কোন উপন্যাসের বই হাতে পেলে, শেষ না হওয়া পর্যন্ত ঘুমাতে পারত না .....সেই স্বর্ণা আজ একটা ছেলের জন্য কি করে এত পরিবর্তন করে ফেলেছে নিজেকে....তবে কি স্বর্ণা সন্দীপের প্রেমে পড়েছে..... এই প্রশ্নটা মাঝে মাঝে স্বর্ণা নিজেকেও করে.... না স্বর্ণা সন্দীপকে ভালবাসে না ...সে কেবলই তার একজন ভাল " চ্যাট ফ্রেন্ড " ....কিন্তু সন্দীপের প্রতি এক অজানা মায়া তার হৃদয়কে বার বার কাপিয়ে তোলে... Sandip : hi...Good Morning...how r u today.... Sandip : hellllllooooooo....r u there riya...... Sandip : BUZZ!!! স্বর্ণা কি এমন ভাবছে যে সন্দীপ এসেছে টেরই পায় নি...কে জানে.. Sorna : hello ...Gd Mng..... Sorna : i m fine .....wt about u...Office e kokhon aseso.. Sandip : valo ...koi giyesile...9 tai asesi... Sorna : kothaw na ......sei sokal theke bose asi ar tumi asle akhon... Sandip : ki korbo bolo ....kajer chap thake tumi to jano....akhon abar jete hobe....vablam tumi wait korso tai aslam tomar khobor nite....ajj jai kal kotha hobe...... Sorna : se ki.... kal je bolesile tumi ki jeno bolbe amai....... Sandip : ajj na ....onno kono din.....bye .... Sorna : ok bye.... স্বর্ণা কিছুদিন চ্যাট করে ঠিকই বুঝতে পেরেছে যে তার বন্ধু টার জীবন অনেক কষ্টের.....যে কষ্ট গুলো তাকে প্রতিনিয়ত আঘাত করছে...কিন্তু সে কারও সাথে কষ্ট শেয়ার করতে চায় না...এমনকি তার সাথেও না ... কিন্তু গতকাল স্বর্ণা অনেকটা দাবী নিয়েই বলেছে কি এমন হয়েছিল তোমার, যা আমাকে বলা যাবেনা ...তুমি কি আমাকে বন্ধু ভাবো না...তবে কি স্বর্ণা সন্দীপের কষ্টের ভাগ নিতে চাচ্ছে... সন্দীপ অনেকটা অপ্রস্তুত ভাবেই কাল বলতে রাজি হয়েছিল যে তার জীবনের পথের কাটাগুলো কত ধারালো.. (চলবে কি...) প্রথম পর্ব এখানে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.