আমাদের কথা খুঁজে নিন

   

তুষারের দেশে আনন্দের এক একটা দিন.......একাদশ পর্ব

অপ্রয়োজনে অনেক কথা বলে যাই, কিন্তু বলা হয়না আরো অনেক বেশী কথা- অনেক আপন মানুষদেরকে। তাইতো, এই খোলা চিঠি। হয়তো কারোর চোখে পরবে কোনদিন, যখন আমি থাকবোনা..... আগেরটুকু পড়তে চাইলে - তুষারের দেশে আনন্দের এক একটা দিন - দশম পর্ব তুষারের দেশে সমস্যা- পরের অংশ। তুষারের দেশে সমস্যার শুরু আজ সকালে ঘুম ভেঙ্গে এক অদ্ভূদ মেইলের কারনে মেজাজ খারাপ । সকালে উঠেই পেয়েছি মেইলটা।

অনেক ভেবে ঠিক করলাম, কোন মানে হয়না অহেতুক সময় নষ্ট করার। তাই কোন উত্তর দেয়া থেকে নিজে সামলে রাখলাম আর মনোযোগ অন্য দিকে দেবার চেষ্টা করলাম। ক্যাম্পাসে, পৌছানো মাত্র পেলাম একটা ম্যসেজ, একই কথা, একই রকমভাবে বলা। আনন্দের মনে হলো, এ আবার কোন "উজবুক"। কিছু না ভেবেই কল করতে যেয়ে মনে হলো, ঠিক হবে না।

অফিসে গিয়ে আগে ফোন নম্বরটা গুগোল সার্চ দিয়ে দেখলো। হ্যা, একটা ওয়েবসাইট দেখালো তারা জানাতে পারবে এর মালিকের নাম, ঠিকানা আরো অনেক তথ্য। কিন্তু তার জন্য আনন্দকে পেমেন্ট করতে হবে, বত্রিশ ডলার। আনন্দ অনেক বেশি আগ্রহী সেটা ঠিক কিন্তু তাই বলে সে তার কীপটামো স্বভাবের বাহিরে যেতে পারলনা । আর ঐ সাইটে কেবল একটা তথ্য তারা দিয়েছে, হিন্ট হিসেবে।

সে অনুসারে, এই নম্বরের মালিক ফোনটা নিয়েছে মন্ট্রিয়ল থেকে। আনন্দ আজ অবদি কোন মানুষের সাথে কথা বলেনি, যে কিনা মন্ট্রিয়ল থেকে এসেছে। আর যদি তার পরিচিতই হয় তবে, এভাবে আভাসে-ইংগিতে কথা বলবে কেন? বিশেষ করে, একরম ঘুরিয়ে - পেচিয়ে কথা বলা লোক তার খুব বেশি অপচ্ছন্দের। মনে মনে বিরক্তি প্রকাশ করলো কেবল । কিন্তু কোন যুক্তিই কাজ করছেনা, আবার বার বার কেবলই ঘুরে ফিরে বিষয়টা মাথায় ঘুরছে।

আনন্দ ভাবলো, ববকে বলে বিষয়টা। তারপর ঠিক করলো, একরম তুচ্ছ বিষয়ে কথা বলা ঠিক হবেনা। কিন্তু এ্যলেন এখন কাজে, বিকেলে আবার ওর ক্লাস আছে। সুতরাং ওর মাথায় এসব ঢোকাবার কোন মানেই হয়না। আনন্দ জানে, বব আনন্দের খুব ভালো বন্ধু।

যে কোন বিষয়ে ওর সাথে কথা বলা যায়। আর ওর কোন উটকো ঝামেলা নাই, আনন্দ কিংবা এ্যলেনের মতো। ভালো চাকুরী করছে, শখের বশে লেখাপড়া। মনের মতো বান্ধবী। তাই ওকে বিরক্ত করতে আনন্দের বাঁধে না।

কিন্তু বব যে কেবল সময় কাটাবার বন্ধু, সেকথাও আনন্দের জানা। বব আনন্দের সাথে সময় কাটাতে পচ্ছন্দ করে, আনন্দের সংগ ববের ভালো লাগে। তবে বব কোন বিষয়েই দায়িত্ব নিয়ে বিবেচনা করেনা। ওর স্বভাবটাই এরকম। কিছুটা স্বার্থপর , কিছুটা গা-ছাড়া।

তবে মানুষিকতা ভালো, আর চিন্তা করে অনেক অন্যরকম ভাবে। বাকপটু, বেশ স্মার্ট, যে কোন আসর মাতিয়ে রাখতে পারে তা সেটা যেরকমই হোক। ভালো গানও গায়। গলা ছেড়ে কখন যে গান ধরবে তা বলা মুসকিল। এতো কিছুর পরও বব কোনদিনই মনের মাঝে জায়গা করে নেয়না, হয়তো সে নিজেও সেটা চায়না।

আর এ্যলেন, সে তো পুরোপুরিই ববের বিপরীত। মিতভাষী, ঠান্ডা। যে কোন আসরে কেবল কুশল বিনিময় পর্যন্তই তার আলোচনা। কিন্তু একলা একা ভালো লাগার- কাছের মানুষের সাথে পুরোটাই অন্যরকম। যে কোন কাজে, কথায়, বিবেচনায় খুব আন্তরিক।

খুব সাধারন কোন কথাও খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে বলে, আনন্দ কেবল তার বিশেষ সমস্যা না বরং প্রাত্যহিক সব কথাই আলোচনা করতে চায় এ্যলেনের সাথে। আনন্দ ভালোই বোঝে, এই মানুষগুলো যে কোন মানুষের জন্যই কেবল বন্ধু না বরং আন্তরিক বন্ধু, যার উপর ভরসা করা যায় চোখ বন্ধ করে। সাধ্য কম , তবু তার সাধনা অনেক। নির্ভরতার এক অপার আশ্রয় , নিঃশ্চিন্তের আর প্রশান্তির ছায়া ঘেরা এক বটবৃক্ষ যেন। *************************************** হ্যাসন, ছয়মাস পর বাড়ি ফিরলো।

এখানে তার মা-বোন সবাই থাকে। টরেন্টোতে একটা ইন্টার্নশীপ করে ফিরলো এবার। মা-বোন যে যার মতো থাকলেও, একসাথে একবাসায় এখোনো আছে তারা। কারনটা কেবলই বাবার এই বাড়ি। আরেকটা বাড়ি আছে, সেখান থেকে ভাড়া আসে, তারও বেশ কিছু অংশ হ্যাসন পায়।

তারপর আবার বাবার ব্যবসা থেকেও নিয়মিত লাভ আসে। তাই জীবন কিছুটা স্বচ্ছন্দে কেটে যাচ্ছে। তারও বিবিএ শেষ প্রায়, চাকুরীর চেষ্টা করছে। এলোমেলো জীবন। আয়েস, পার্টি আর ফুর্তিবাজি তার নিত্যসঙ্গী।

টরেন্টোর একাকী জীবন সেকারনেই যেন পানসে ছিল। বহুদিন পর নিজের জায়গায় ফিরে তাই যেন এসব কিছুর মাঝে হারিয়ে যেতে মন চাইছিল তার। দুই সপ্তাহের বেশি পার হয়ে গেছে। এবার একটু গুছিয়ে নেবার পালা, আগামী সপ্তাহ থেকেই আবার তার দুটো কোর্স। এগুলো তার আবার করতে হচ্ছে, আগে একবার খারাপ করেছিল।

সুটকেসটাতে তারই বেশ কিছু প্রয়োজনীয় অফিসিয়াল কাগজ থাকার কথা। চিন্তার ঘোরে সুটকেসটা খুলে কেমন যেন লাগে হ্যাসনের। তার সুটকেস, লক নাম্বারও তার, তবে এগুলো কার কাপড়? সুটকেসটা ওর ছোট বোনের। লক নম্বরটাও ওর দেয়া, ০২৫। মাহাত্ব জানা নেই হ্যাসনের, তবে মনে রাখে ক্রিসমাস ডে হিসেবে ।

কিন্তু এটা কি করে সম্ভব, একই রকম দেখতে- একই লক নাম্বার , আরেকজনের সুটকেস? ব্যপারটা হ্যাসনের বিরক্তি জাগালেও, কাপড়গুলো মেয়েদের দেখে বেশ ভালোই লাগলো। মেয়েটা বেশ গোছানো, কাপড়গুলো পরিস্কার- তবে কেমন যেন চটকা রংয়ের কাপড়। ইন্ডিয়ান তাতে কোন সন্দেহ নেই, তবে গিফ্ট কিনেছে অনেক, যার অর্থ দাড়ায় সে বেশ সামাজিক। লেখা পড়া করছে, সুটকেসে অনেক কাগজপত্র। বড় কথা- মেয়েটা বেশ ঘরোয়া।

সুটকেসে একটা ছবি, বোঝা যাচ্ছে বাবা-মা ভাইবোন নিয়ে ছবি। কিন্তু ছবিতে তিনটা মেয়ে, এখন কোনটা এই "চৌধুরী" তা বোঝা যাচ্ছেনা। তবে তিনটা মেয়েই সুন্দর, কেবল কেমন যেন অন্য রকম সব কিছু। সারা রাত হাজারো প্রশ্ন উত্তরের মাঝে কেটে গেল, সুটকেসটা ওলট-পালট করে দেখলো হ্যসন, কোন কারনে না। বরং আগ্রহ থেকে।

কেন জানি মেয়েটার সাথে দেখা করতে ইচ্ছে। হ্যসেনের এক সময় একজন প্রমিকা ছিল, কিন্তু বেশিদিন টেকেনি। মেয়েদের প্রতি হ্যসন তেমন আগ্রহী না তবে নিজের মাঝে বেশ একটা ভালো মেয়ের সাথে সম্পর্ক গড়ার আগ্রহ কাজ করে। বাহিরে তা প্রকাশ করেনা, অনেক বান্ধবী আছে। তাদের সাথে অনেক বেশি সময়ও কাটায় কিন্তু ঠিক মনের কথা বলা হয়ে ওঠে না।

আবার এটাও ঠিক তারাও হ্যাসনকে বলার সুযোগ দেয়নি। কিন্তু আজকের এই মেয়েটার সব কিছুই কেন জানি খুব আকর্ষন করছে তাকে। মেয়েটার সাথে যোগাযোগ করতে খুব বেশি সমস্যা হবেনা, মেইল , বাসার ঠিকানা, টেলিফোন নম্বর সব কিছুই সুটকেসের গায়ে সেটে দেয়া। কিন্তু কেন জানি সারাসরি ফোন করে অথবা মেইলে জানাতে ইচ্ছে হলোনা। তাই এক বন্ধুকে বললো পুরো ব্যপারটা সামাল দিতে।

নিজে কেবল মেইলের ভাষাটা বলে দিল। হ্যালো চৌধুরী, আশা করি, তোমার ভালোই কাটছে। এবং ভ্রমনের পর নিজের কাজেও মনোযোগী হয়েছো। কোন একটা বিশেষ প্রয়োজনে আমি তোমার সাথে দেখা করতে চাই। কোন অসুবিধা না থাকলে কাল বিকেলে, চলে এসো ।

আনন্দ দেখলো, সময়টা সে ফ্রী আছে, আর যে কফিশপের কথা বলা তা আনন্দের বাসা থেকে হাটা পথ। কিন্তু অচেনা, ইমেইল আর ম্যাসেজের উপর কেন জানি ভরসা করতে পারছেনা। তবু কোন এক অজানা কারনে আনন্দ নিজেকে আটকাতে পারছেনা, তাই ঠিক করলো- যাবে। তবে বব কিংবা এ্যলেনকে আগে কিছুই জানাবেনা। [চলবে..........তবে সময় করে উঠতে পারলে!!!!! ]  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.