আমাদের কথা খুঁজে নিন

   

নতুন লেখকদের অবশ্য পাঠ্য বই - ১৪

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়। সিরিজের এই পর্বে এসে এমন কিছু বইয়ের কথা উল্লেখ করছি, যেগুলো পড়ার চেয়ে সংগ্রহে রাখা বেশি দরকার। লেখার সময়ে এই বইগুলো ব্যবহার করতে হবে।

বইয়ের নাম : বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান প্রধান সম্পাদক : ডক্টর এনামুল হক সম্পাদক : শিবপ্রসন্ন লাহিড়ী সহযোগী সম্পাদক : স্বরোচিষ সরকার প্রকাশক : বাংলা একাডেমী ঢাকা মূল্য : ৩২৫ টাকা আপনি লেখক হবেন অথচ একটা পূর্ণাঙ্গ অভিধান আপনার কাছে থাকবে না, সেটা তো ঠিক হবে না। তাই বাংলা ভাষার সবচেয়ে গ্রহণযোগ্য এই অভিধানটা আপনার সংগ্রহে থাকা দরকার। অভিধানে অভিধা অংশ এবং ভুক্তি-উপভুক্তির শীর্ষশব্দের প্রথমটির বাংলা বানান একাডেমীর প্রমিত বানান অনুযায়ী করা হয়েছে, শীর্ষশব্দের পাশাপাশি তৃতীয় বন্ধনী ব্যবহার করে উচ্চারণ দেখানো হয়েছে, প্রয়োগবাক্যগুলোকে অবিকল রেখে শব্দের অর্থ বা সংজ্ঞার ভাষাকে সাধু রীতি থেকে চলিত রীতিতে নিয়ে আসা হয়েছে, লেখকের নাম, উৎস-ভাষা, বিষয় ও ব্যাকরণনির্দেশের জন্য বাঁকা হরফে শব্দসংক্ষেপ ব্যবহার করা হয়েছে, ভুক্তির শেষে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে শীর্ষশব্দের ব্যুৎপত্তি বা ব্যাকরণনির্দেশ প্রদান করা হয়েছে। ব্যবহারবিধির পাশাপাশি বর্ণানুক্রম, যুক্তবর্ণ, শব্দসংক্ষেপ, প্রতিবর্ণ প্রভৃতির তালিকা আছে। মোট ভুক্তির সংখ্যা ৩২,৭৩৭ এবং ভুক্তি-উপভুক্তি মিলিয়ে মোট ৭৩,২৭৯টি শব্দের অভিধা অভিধানটিতে পাওয়া যাবে।

সুতরাং এই অভিধানটি সংগ্রহ করে ফেলুন। আপাতত এই পোস্টটির মাধ্যমে এই সিরিজটি শেষ হল। পর্ব -০১ । পর্ব -০২ । পর্ব -০৩ ।

পর্ব -০৪ । পর্ব - ০৫ । পর্ব -০৬ । পর্ব -০৭ । পর্ব -০৮ ।

পর্ব -০৯ । পর্ব -১০ । পর্ব -১১ । পর্ব -১২ । পর্ব -১৩ ।

নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ : বাংলা বানান শেখার বই পর্ব -১ । পর্ব -২ । পর্ব -০৩ । পর্ব -০৪ ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.