আমাদের কথা খুঁজে নিন

   

বৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বৃটিশ ভূমিকা (২৬)

[শয়তান যে মানুষকে নেক সুরতে ধোকা দেয়, এ বিষয়টি ভালভাবে অনুধাবন করেছিল শয়তানের অনুচর ইহুদী এবং খ্রীষ্টানরা। মসলমানদের সোনালী যুগ এসেছিল শুধু ইসলামের পরিপূর্ণ অনুসরণের ফলে। শয়তানের চর ইহুদী খ্রীষ্টানরা বুঝতে পেরেছিল মুসলমানদের মধ্যে বিভেদ, অনৈক্য, সংঘাত সৃষ্টি করতে পারলেই ইসলামের জাগরণ এবং বিশ্বশক্তি হিসেবে মুসলমানদের উত্থান ঠেকানো যাবে। আর তা করতে হবে ইসলামের মধ্যে ইসলামের নামে নতুন মতবাদ প্রবেশ করিয়ে। শুরু হয় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা যার মূলে থাকে খ্রষ্টীয় বৃটিশ সম্রাজ্যবাদ।

জন্ম হয় ওহাবী মতবাদের। ওহাবী মতবাদ সৃষ্টির মূলে থাকে একজন বৃটিশ গুপ্তচর হেমপার। মিসর, ইরাক, ইরান, হেজাজ ও তুরস্কে তার গোয়েন্দা তৎপরতা চালায় মুসলমানদের বিভ্রান্ত করার জন্য। "Confession of British Spy and British enmity against Islam" গ্রন্থ হচ্ছে হেমপারের স্বীকারোক্তি মূলক রচনা। যা মূল গ্রন্থ থেকে ধারাবাহিকভাবে তার অনুবাদ প্রকাশ করা হচ্ছে।

ইনশাআল্লাহ। ২৬তম পর্ব ওহাবী নজদী আমাকে অঙ্গীকার করেছিলো যে, স্কিমের ছয়টি ধারাই সে বাস্তবায়িত করবে। সে আরও বলে, কিছু সময়ের জন্য আমি ধারাগুলোর আংশিক বাস্তবায়ন করবো। সে তার সিদ্ধান্তে সঠিক ছিল কেননা সে সময় সবগুলো ধারা বাস্তবায়ন সম্ভব ছিল না। সে উপলব্ধি করেছিলো যে, কা’বা শরীফ ধ্বংস করা সম্ভব নয়।

ফলে কা’বা শরীফ মূর্তি সদৃশ্য (নাঊজুবিল্লাহ) এ ধারণাটি প্রচার থেকে সে বিরত থাকে। এ ছাড়াও কুরআন শরীফ পরিবর্তন করে ছাপানোর পরিকল্পনাও সে বাদ দেয়। মক্কা শরীফ-এর শরীফ বংশীয় লোকদের এবং ইস্তাম্বুলের শাসকদের ওহাবী নজদী সবসময় ভয় পেতো। সে বলতো আমরা যদি এ দু’টি কাজ করি তবে শক্তিশালী আর্মি দ্বারা আমাদের আঘাত করা হবে। আমি তার মতকে সমর্থন করেছিলাম কেননা সে সঠিক ছিল।

কারণ পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। কয়েক বছর পর, কমনওয়েলথ মন্ত্রণালয়, দেরিয়ার আমির বিন সউদকে আমাদের পথে নিয়ে আসতে সক্ষম হই। তারা আমার কাছে বার্তা পাঠায় আমি যেন এই দু’ব্যক্তি (ওহাবী নজদী এবং বিন সউদ) এর মধ্যে পারস্পরিক মমতা এবং সমঝোতা প্রতিষ্ঠা করি। মুসলমানদের হৃদয় জয় করার উদ্দেশ্যে আমরা ওহাবী নজদীকে ধর্মীয়ভাবে এবং বিন সউদকে রাজনৈতিকভাবে কাজে লাগাই। এটা ঐতিহাসিক সত্য যে, ধর্মের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র দীর্ঘস্থায়ী হয় এবং প্রায়োগিক প্রচেষ্টায় বেশী শক্তিশালী হয়ে থাকে।

সবকিছুই ভালভাবে চলতে থাকে। প্রতিদিন আমাদের অবস্থান দৃঢ় হতে থাকে। কোন বিপর্যয় না ঘটলে আমরা আমাদের রচিত পথেই সাফল্যে পৌছবো। কেননা আমরা জানি আমাদের যা প্রয়োজন সেভাবেই বীজ বপন করেছি। সতর্কতাঃ এই পর্ব গুলো যিনি মনোযোগ দিয়ে পড়বেন, তিনি উপলব্ধি করতে পারবেন বৃটিশরাই ইসলামের চরম শত্রু এবং ভালভাবে জানতে পারবেন যে ওহাবী ফিরক্বা সারা দুনিয়াব্যাপি সুন্নী মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে আসছে।

ওহাবীরা বৃটিশদের দ্বারা সৃষ্ট এবং ক্রমাগত বৃটিশদের সমর্থন পেয়ে আসছে। এই ২৬ টি পর্বে যে লিখা গুলো অনুবাদ করে প্রকাশ করা হল তাই প্রমাণ করে ইসলামকে নিশ্চিহ্ন করার মানসেই বৃটিশরা ওহাবীদের সৃষ্টি করে। আমরা জানি খারিজী ওহাবীরা প্রতি দেশেই ওহাবী মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কেউ কেউ বলে হেমপারের জবানবন্দী কারো লিখিত কাল্পনিক গল্পমাত্র। কিন্তু তারা এ দাবীর সমর্থনে কোন প্রমাণ পেশ করতে পারেনি।

যারা ওহাবীদের রচিত বই পড়বে তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে যে, এই জবানবন্দী কত সত্য। ওহাবীরা ইসলাম ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু তারা যতই চেষ্টা করুক আহলে সুন্নত ওয়াল জামায়াতের সত্যিকার মুসলমানদের কখনো নিশ্চিহ্ন করতে পারবে না। বরং তারাই নিশ্চিহ্ন হবে। কারণ আল্লাহ পাক কুরআন শরীফ-এর সূরা ইসরার-এর ৮১নং আয়াত শরীফে সুসংবাদ দিয়েছেন “বলুন, সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হয়েছে।

নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হওয়ারই যোগ্য। ” হেমপারের জবানবন্দী থেকে ভাষান্তর এ পর্বতেই শেষ। (বিঃ দ্রঃ- পরবর্তী পর্ব থেকে ওহাবী মতবাদের নেপথ্যে বৃটিশ ভূমিকার দ্বিতীয় খন্ড থেকে ভাষান্তর করে তা প্রকাশিত হতে থাকবে ইনশাআল্লাহ। ) সকলকে ধন্যবাদ। ।

এথান থেকে পরুন পর্ব- ১ এথান থেকে পরুন পর্ব- ২ এথান থেকে পরুন পর্ব- ৩ এথান থেকে পরুন পর্ব- ৪ এথান থেকে পরুন পর্ব- ৫ এথান থেকে পরুন পর্ব- ৬ এথান থেকে পরুন পর্ব- ৭ এথান থেকে পরুন পর্ব- ৮ এথান থেকে পরুন পর্ব- ৯ এথান থেকে পরুন পর্ব- ১০ এথান থেকে পরুন পর্ব- ১১ এথান থেকে পরুন পর্ব- ১২ এথান থেকে পরুন পর্ব- ১৩ এথান থেকে পরুন পর্ব- ১৪ এথান থেকে পরুন পর্ব- ১৫ এথান থেকে পরুন পর্ব- ১৬ এথান থেকে পরুন পর্ব- ১৭ এথান থেকে পরুন পর্ব- ১৮ এথান থেকে পরুন পর্ব- ১৯ এথান থেকে পরুন পর্ব- ২০ এথান থেকে পরুন পর্ব- ২১ এথান থেকে পরুন পর্ব- ২২ এথান থেকে পরুন পর্ব- ২৩ এথান থেকে পরুন পর্ব- ২৪ এথান থেকে পরুন পর্ব- ২৫  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.