আমাদের কথা খুঁজে নিন

   

মাথায় কতো প্রশ্ন আসে

রাত বেশি হলে সবাই বলে এখন অনেক রাত কিন্তু দিন বেশি হলেও কেউ বলে না এখন অনেক দিন!! কালকে থেকে এই প্রশ্নটা মাথায় নিয়া ঘুরছি। ইসলামাপুর, চকবাজার, লালবাগ ঘুইরা আইসাও কোনো কাজ হয় নাই। প্রশ্নের সঠিক উত্তর কিছুতেই মাথায় আসছে না। এক দেশে দুই নিয়ম চলতে পারে না!! এর একটা সমাধান হওয়া একান্ত দরকার। সমাধান আছে কোনো? অনেক রাতের বিপরীতে আসলে কী বলা যায়? অনেক রাত বললে কিন্তু পুরো রাতটাকে একটা সাবজেক্ট বুঝা যায়।

কিন্তু আপনি যদি একইভাবে দিনের গভীরতা বুঝাতে চান তখন আপনাকে বলতে হবে- এখন ভরদুপুর। এখানে দিনকে দুপুর দিয়ে বিভাজন করা হলো। তেমনি দিনকে আরো বিভাজন করা হয়েছে সকাল, বিকেল, সন্ধ্যা দিয়ে। রাতটা কিন্তু এমন নয়। রাতের শেষাংশকে বলা হয় শেষরাত অথবা নিশিরাত।

এখানে রাত শব্দটি শেষ কিংবা নিশির সঙ্গে যুক্ত আছে। কিন্তু দিনের বেলায় বলা যাবে না এখন সকালদিন, বিকেলদিন...। হুমম...!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.