অবাক সব স্বপ্ন নিজের সাথে গড়ি, ফিরে পেতে নিজেকে...... আবার।
ফটোশপের কারিশমা তো আমরা সবাই কমবেশি জানি, কিন্তু এমন কিছু ছবি আছে যেগুলা normally দেখলে বিশ্বাস করার কোনো way নাই যে এগুলা সত্যিকারের ছবি এবং কোনরকম editing ছাড়া। চলুন আজকে এরকম কিছু ছবির সাথে পরিচিত হই।
১। এই বোট টা এক্কেরে দিসিলো রে....
বাহ কি সুন্দর এডিটিং! ভাবতাসেন কেউ সাগরের এই ট্যাঙ্কার টার ছবি তুইলা একটা শান্তিপূর্ণ গ্রামের উপর ফটোশপ মাইরা বসাইয়া দিসে, তাই না? এডিটিং টা ও ঠিকমত করতে পারে নাই।
কেমন জানি Fake Fake লাগে...... এত পার্ট মাইরেন না, ছবি টা কিন্তু ১০০% রিয়েল। এই ট্যাঙ্কার টার নাম Pasha Bulker ... এটা ২০০৭ সালে নিউ কাসেল এর নাবি বিচ এ আটকে পড়ে।
২। ভাল্লুকের সাথে ডিনার...
এইটা আরেকটা আজিব ছবি সবাই কি সুন্দর হাসি তামাশা নিয়া বিজি, আর যে ভাল্লুক টা রে দেখা যাইতাসে তার তো এই কয়টা খাবার দাবার এ কিসসু হবে না!! i am sure এইটা edited ছবি। জ্বি না জনাব এখানেও কাহিনী আছে।
এই ভাল্লুকের নাম ব্রুটা. উনি জন্মের পর থেকেই সবার সাথে এভাবে ডিনার করে অভ্ভস্ত এবং উনার ইনকাম ও বেশ ভালো। উনি বিভিন্ন tv commercial এ শুটিং করেন।
৩। ১ মাইল উপরের টেনিস খেলা!!
জ্বি হা ইহা হইআছিল। ২০০৫ সালের ২২ শে ফেব্রুয়ারী আন্দ্রে আগাসি এবং রজার ফেদেরার খেলেছিলেন এখানে।
বুর্জ আল আরব এর helipad টা কে তখন টেনিস কোর্ট এ কনভার্ট করা হয়েছিল। এটা মাটি থেকে ২৭২৩ ফুট উপর।
৪। অদৃশ্য হকি খেলোয়াড়!
মাথা নাই মাগার হেলমেট বাতাসে ভাসতাসে! এইডা কিসু হইলো?? হেলমেট যখন বহাবি মাথা কেন বহাইলিনা!! আসলে ফিন্লান্ডের Petteri Nokelainen যাতা খায়া নরওয়ের Ole-Kristian Tollefsen এর মাথা থেইকা হেলমেট খুইলা গেসে।
৫।
সাদাকালো সান্টা।
এটা অসম্ভব!! হইতেই পারেনা নিশ্চিত ফটোশপড!! আসলে এই খালাম্মা সান ফ্রান্সিসকোর কোনো make up আর্টিস্ট। তার পোশাক এবং শরীরের দৃশ্যমান অংশে সাদাকালো make up ছিল।
৬। পুরাই অস্থির!
মনে হতে পারে ছবিটা ফটোশপের কারসাজি কিন্তু ২০১০ সালে চীন দেশে এই বালকের জন্ম তার হাতে ১৪ টা এবং পায়ে ১৬ টা আঙ্গুল আছে।
৭। আমার ল্যাপটপ এর ওয়ালপেপার!!
সবাই ভাবে এটা একটা পেইন্টিং, কিন্তু আশ্চর্যজনক সত্যটি হলো এটা একটা ছবি! আপনি-আমি ক্যামেরা দিয়ে যেরকম ছবি তুলি, সেরকম একটি ছবি। এটা নামিবিয়ার মরুভূমি তে গোধুলির সময় তোলা এক টা ছবি। পেছনের কমলা রঙের ওটা কিন্তু আকাশ না, ওটা হলো বালির পাহাড় আর গাছের নিচের মাটি নীলচে হবার কারণ টা হলো ক্যামেরা মান একটি ছায়াযুক্ত অঞ্চল থেকে ছবিটি তুলেছিলেন।
৮।
Swiss Army knife
৮৫ টুল সুইস ছুরি টি WENGER কোম্পানি তৈরী করে। এটা ৯ ইঞ্চি লম্বা এবং ওজন ২ পাউন্ড ।
৯। উনো
এটা আমরা অনেকেই দেখেছি, হয়ত ফেইসবুকে অথবা অন্য কোথাও। এটা সত্যিই আছে এবং এটা চালানো খুব ই বিপদজনক. উনো হলো পৃথিবীর প্রথম ১ চাকাযুক্ত মোটরবাইক।
১০। Cartoon Kleenex
দেইখা তো মনে হয় কেউ একজন আলতু ফালতু কি একটা আইকা পাহাড়ের উপর কপি-পেস্ট মারসে, তাই না? আসল কাহিনী হইলো Nail Dowson নামে এক ভদ্রলোক newzealand এর ১ পাহাড়ের উপর স্টিল দিয়া এটা বানাইসে। মজার কথা হলো যেখান থেকেই এটা দেখবেন এটা Fake মনে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।