আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে সিন্ডিকেটিংএর ন্যাচারাল হিস্ট্রি (উত্‍সর্গ : নতুন ব্লগারগণ)

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। আপনি ব্লগে নতুন। বহু সাধনায় পীড়াদায়ক পর্যবেক্ষণপর্ব সমাপ্ত করেছেন। হয়েছেন সাধারণ। এখনই মোক্ষম সময় ব্লগের সিন্ডিকেটবাজদের খপ্পরে পড়ার।

তবে পর্যবেক্ষণ বা নিরাপদ পর্বগুলোতেও যে আপনি নিরাপদ তা নয়। তখনো হতে পারেন আক্রান্ত। বড় মধুর সে আক্রমণ। নতুন লেখালেখির সময়, একআধটু পাঠক-লাইক-কমেন্ট না পেলে কি আর উত্‍সাহ থাকে? এটা ভালো করেই জানে সিন্ডিকেটবাজরা আর এই ভালনারেবল সময়েই তারা আসে আপনার কাছে। আপনার নতুন নতুন লেখাগুলোয় কয়েকটি নামের ঘন ঘন আনাগোনা দেখতে পান আপনি।

তারা আপনাকে + দেয়, কমেন্টে আপনাকে প্রশংসায় ভাসিয়ে দেয়, আপনি যাই লেখেন না কেন। আপনি কৃতজ্ঞ হন, অবচেতনে ঋণী অনুভব করেন নিজেকে আর অজান্তেই ঋণশোধের একটা ইচ্ছা নিয়ে ঢুঁ মারেন ঐ মহাজনদের ব্লগে। ঢুঁ মেরে আপনি টাসকি খান, ঐ মহাজনদের এক একটি লেখায় ন্যূনতম এক হাজার হিট, পঞ্চাশটা + আর পঞ্চাশটা কমেন্ট। এমনিতেই তো অবচেতনে আপনি মহাজনদেরকে + আর কমেন্ট দিতে মুখিয়ে ছিলেন, তার উপর ঐ অবস্থা দেখে তাঁদের লেখার মহত্ব সম্বন্ধে আপনার আর সন্দেহ থাকে না, আপনিও দিয়ে দেন + আর কমেন্টে 'অছাম!'। এভাবে চলতে থাকে কিছুদিন আর আপনি নিজের অজান্তেই সদস্য হন ঐ মহাজনদের সিন্ডিকেটের, কিন্তু আপনি জানেন না আপনার লেখাগুলোতে মহাজনদের + আর কমেন্ট ছিল আপনাকে তাঁদের দলে ভিড়ানোর জন্য বিনিয়োগ মাত্র, আপনি জানেন না মহাজনদের লেখায় দেখা + আর কমেন্টগুলো ছিল তাদের সিন্ডিকেটসদস্যদের এবং আপনার মতোই নবাগত সরল ব্লগারদের দেয়া আর বাকীগুলো মহাজনদেরই অন্য কয়েকটি নিক থেকে দেয়া।

আপনি যদি ঋণশোধের তাগিদে মহাজনদের লেখায় গিয়ে + আর কমেন্ট না মারতেন তবে দেখতেন কদিন পরেই আপনার লেখাগুলোয় তাঁদের আনাগোনা গেছে কমে, তারা ব্যর্থ হয়েছে আপনাকে স্বীয় সিন্ডিকেটে ঢোকাতে, আপনার ভালো লেখায়ও আর কোন সাড়া দিচ্ছে না। সিন্ডিকেটের সুবিধা অসুবিধা দুইই আছে। সিন্ডিকেটে ঢুকলে আপনার গুণগ্রাহী পাঠক ও সমর্থকের অভাব হবে না কখনো, তর্কে ঝগড়ায় হেলপার পাবেন, আপনার যে কোন লেখায় 'অছাম' আর + পাবেন। সিন্ডিকেট এড়িয়ে চললে কোন একান্ত ভক্ত বা নিয়মিত পাঠক পাবেন না, এক্সট্রাঅর্ডিনারি লেখা দিয়েই কেবল পারবেন আপনার সিন্ডিকেটহীনতা কাভার করতে ও স্বীকৃতি পেতে, আত্মসম্মান বজায় রেখে চলতে। এবারে সিদ্ধান্ত আপনার, সিন্ডিকেট বজায় রেখে চামচাকূল নিয়ে দাবড়ে বেড়াবেন ব্লগে, নাকি সিন্ডিকেটহীন বন্ধুর পথে একা হাঁটবেন আত্মসম্মানবোধ আর মেধাকে সম্বল করে।

শুভ ও সুস্থ হোক ব্লগজীবন! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.