আমাদের কথা খুঁজে নিন

   

রিকি পন্টিং :: ফটোব্লগ

ওই দেখা যায় ঈদের চাঁদ!...ঈদ মোবারক :D # আন্তর্জাতিক ম্যাচঃ ৫৬০টি # জয়ঃ ৩৭৭টি (যার মধ্যে টেস্ট জয়ই ১০৮টি) [পন্টিং'এর ৩৭৭টি সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড। ম্যাচ জয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শচীন টেন্ডুলকার, জিতেছেন ৩০১টি ম্যাচ] # ম্যাচ জয়ের দিক থেকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কও পন্টিং। ৪৮টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে জয়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। [অধিনায়ক হিসেবে গ্রায়েম স্মিথ জিতেছেন ৪৪টি টেস্ট] # ১০০ টেস্টজয়ী প্রথম ক্রিকেটার রিকি পন্টিং। টেস্ট জয়ে তাঁর সবচেয়ে কাছাকাছি সতীর্থ শেন ওয়ার্ন (৯২ ম্যাচ)।

এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে পন্টিংয়ের সবচেয়ে কাছাকাছি আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৭৫)। # ওয়ানডে জয়েও অনেক এগিয়ে পন্টিং। জিতেছেন ২৬২টি ম্যাচ। ২৩৪ ম্যাচ জিতে এই তালিকায় দ্বিতীয় শচীন টেন্ডুলকার। # টেস্টে তিনবার জোড়া সেঞ্চুরি করেছেন তাসমানিয়ান এই ব্যাটসম্যান।

# শততম টেস্টে জোড়া সেঞ্চুরী আছে শুধু পন্টিং'এর। প্রথম ইনিংসে ১২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪৩। [শততম টেস্টের জোড়া সেঞ্চুরীর ঘটনা ক্রিকেট ইতিহাসে এই একটিই। ২০০৬ সাল, সিডনি টেস্ট, বিপক্ষঃ দক্ষিণ আফ্রিকা] # দল হেরেছে এমন ম্যাচেও রেকর্ড করেছেন পন্টিং। টেস্টে হারা ম্যাচের সর্বোচ্চ ইনিংসটাও খেলেছেন তিনি।

২০০৩ সালে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ২৪২ করেও জেতাতে পারেননি দলকে! শেষ টেস্টের শেষ ইনিংসের কিছু ছবি — [বিশেষ কৃতজ্ঞতা রেকর্ড বইয়ের পন্টিং :: মোহাম্মদ সোলায়মান স্টেডিয়াম :: প্রথম আলো] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.