আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার সঙ্গ’ই দেশপ্রেম, সৈরাচার সঙ্গ’ই গনতন্ত্র!

বাস্তবতাময় প্রকাশ্য মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন- “জনগণের মনের কথা বোঝার চেষ্টা করুন। জামায়াত-শিবির ছাড়ুন। তাহলে যদি বাংলার মানুষের মনে একটু জায়গা হতে পারে।” খুবই উদ্বার্ত আহবান। তবে আমাদের ক্ষয়িষ্ণু রাজনীতিতে উদার এ আহবান যথাযথ সন্মান দুরে থাক বিদ্রুপের কাটায় জর্জরিত হবে এবং বিরোধিতার স্বার্থে বিরোধিতার রাজনীতিতে জনগনের ভাষা বোঝার আশা জলাঞ্জলী দিয়ে জামায়াতের সাথে বিএনপির পিরিত আরো বাড়িয়ে দেবে!!! যদিও দুরাশা তবুও আশা করছি- একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বেগম জিয়া, মুক্তিযুদ্ধের চেতনাতেই হোক কিম্বা জনগনের মনের ভাষা বুঝেই হোক, এ আহবানে সাড়া দেবেন….. কিন্তু প্রশ্ন হলো, খালেদা জিয়া যদি রাজনৈতিক এ ক্লাইমেক্স বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রীকে আহবান করে বসেন- “জনগণের মনের কথা বোঝার চেষ্টা করুন। বিশ্ববেহায়া সৈরাচার এরশাদের সঙ্গ ছাড়ুন”। তখন কি হবে? আজকের উদার উপদেশদাতা কি এমন উদার উপদেশ গ্রহন করবেন??? গনতন্ত্রের জন্য আন্দোলন করা এক মহান নেতার কন্যা হয়ে, তিনি কি পিতার আদর্শ ও জনগনের মনের ভাষায় সৈরাচারের সঙ্গ ছাড়বেন??? উত্তর-না…এ সঙ্গ তিনি ছাড়বেন না! যেমন জামায়াত সঙ্গ ছাড়বেন না খালেদা জিয়া!! কারন এ রাজনৈতিক সঙ্গ’র সাথে রাজনৈতিক স্বার্থ জড়িত। নীতি-নৈতিকতা, গনতন্ত্র-সৈরাতন্ত্র, স্বাধীনতার চেতনা-স্বাধীনতার বিরোধী, এ সকল শব্দ গুলো আর আদর্শে নেই ভোটের রাজনীতির হাতিয়ার হয়ে গেছে…..দুই তৃতীয়াংশ কিম্বা তিন-চতুর্থাংশ জনসমর্থন আর জনসমর্থন নেই বরং জনমত বিক্রির দলিল হয়ে গেছে! আর তাইতো তারা জনগনের মনের ভাষা বুঝবেন না…..বুঝবেন না বলেই, দেশনেত্রী স্বাধীনতা বিরোধীদের সঙ্গ ছাড়তে পারবেন না!!! সৈরাচারের সঙ্গ ছাড়তে পারবেন না গনতন্ত্রের মানসকন্যা!! তবে রাজাকার-সৈরাচার সঙ্গ-রঙ্গ নিয়ে আমার এখন আর কষ্ট হয় না!! বরং আমার কষ্ট হয় তখন- যখন দেশের স্বাধীনতা বিরোধীদের সঙ্গ দানকারী নেত্রীকে আমরা বলি দেশনেত্রী! সৈরাচারের পৃষ্টপোষক নেত্রীকে বলি “গনতন্ত্রের মানস কন্যা”! জনগনের অকুন্ঠ সমর্থন পাওয়া এ দুই নেত্রীর স্তুতির আধিক্যে আমি বিষ্ময় নিয়ে ভাবি- আসলে জনগনের মনের কথা কি? জনগনের ভাষা কি? এ ভাষাতে কি, স্বাধীনতা বিরোধীদের সমর্থনই দেশপ্রেম!!! সৈরাচারের সঙ্গই গনতন্ত্র!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.