আমাদের কথা খুঁজে নিন

   

এট্টু বিটলামি ( বি:দ্র: ছড়া লিখলে ছেড়া স্যান্ডেল এত পরিমানে পাওয়া যেত, যে বিজনেস শুরু করা যাইত)

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। তামিম শামিম নাইম। তামিম ইকবাল খান সাকিব আল হাসান আতহার আলী খান, আবুল হাসান।

এনামুল মমিনুল!! নাসির নাইম। মুশি- ম্যাশ, গাজী, মাহমুদুল্লাহ, থ্যন্ক গড, গাজী didn't do Like জইল্লা। বাংলাদেশ দলকে ৭ উইকেট এর বিশাল জয়ে অভিনন্দনসসস! সাবাস বাংলাদেশ!! বাংলাদেশের হয়ে অভিষেকে বেস্ট বোলিং ফিগার এর একচ্ছত্র অধিপতি এখন সোহাগ গাজী! ODI & Test দুটোতেই তার বোলিং ফিগার, অভিষিক্তদের মধ্যে সেরা! ম্যান অফ টি ম্যাচ! অনেক অনেক উইকেট পাক আর এগিয়ে যাক অনেক দূর, শুভকামনা তার জন্যে। । ওয়ানডেতে তামিমের টানা পাঁচটি অর্ধ শতক!! পুরাই মি: ফিফটি !! শুভকামনা বাংলাদেশ দলকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.