আমাদের কথা খুঁজে নিন

   

একটা আজাইড়া জ্ঞানমূলক পোষ্ট।হাতে সময় থাকলে মিসাইয়েননা!

আজিকার এই বাংলাদেশে রক্ত সৌধ রচনার বড্ড প্রয়োজন! আজ আপনাদের জন্য কিছু মজা এবং গুরুত্বপূর্ণ জিনিষ নিয়ে এসেছি। না পড়লে মিস করবেন। চলুন দেখা যাক মজা পাওয়া যায় কিনা। ব্লগে যারা আসে তারা লেখা বা পড়ার মন মানসিকতা নিয়েই আসে। সবারই ইচ্ছে থাকে ভাল একজন ব্লগার হবো।

ভাল ব্লগার হওয়ার জন্য চাই মানসম্মত লেখা। সেটা আমরা কয়জন পারি?আসুন প্রথমেই আমরা একজন আদর্শ ব্লগার হতে কি ধরণের ফিচার লিখতে হয় এবং ওই ফিচার কিভাবে লিখতে হয় তা জেনে নেই। আদর্শ ফিচার লেখার কিছু পদ্ধতি! লম্বা হতে কার না মনে চায়?বিশেষ করে ছেলেরা তো লম্বা হওয়ার স্বপ্নে আমরা বিভোর থাকি। আপ্নার কথা ভেবেই আমি হাজির হয়েছি। লম্বা হইতে চান?এই পোষ্ট গুতান! আমাদের সবারই ফেবু আইডি আছে।

অনেকের ফেসবুক ফ্যান পেজ ও আছে। কিন্তু পেজের লিঙ্ক বানাতে গিয়ে পড়েছি ঝামেলায়। হুম,ঝামেলার দিন শেষ। ফেসবুকের ফ্যান পেজের লিঙ্ক তৈরী করুন। একদম সহজ! আমরা জানি পোষা তোতা,ময়না কথা বলতে পারে।

কিন্তু কম্পিউটার কথা বলতে পারে সেটাকি শুনেছি?অবিশ্বাস্য হলেও এখন এটা বাস্তব!আসুন দেখে নেই কিভাবে কম্পিউটার কথা বলে। কথা কউইন্যা পিসি! অনলাইনে আয় নিয়ে অনেক কথাই শুনেছেন। চলুন এখানে গিয়ে চেষ্টা করে দেখি কাজ হয় কিনা! অনলাইনে আয় করার গাইডলাইন! অনেকেই নোকিয়া সিম্বিয়ান সেট ইউজ করি। কিন্তু ডিফল্ট হিসেবে বাংলা ইউজ করতে পারছিনা। এখন কি হাল ছেড়ে দিবো?না চলুন নিজের মোবাইলটাকে বাংলায় রুপান্তরীত করি।

মোবাইলে বাংলা যুক্ত করুন ফ্রি ইন্টারনেট ইউজের কথা অনেক শুনেছেন। কখনো ট্রাই করেছেন কি?চলুননা একবার ট্রাই করেই দেখি। সকল সিম দিয়ে সহজেই ফ্রি ইন্টারনেট ব্যাবহার করুন! সবশেষে সবার জন্য রইলো একটা ম্যাজিক। চমৎকার ধোঁয়ার ম্যাজিক কারো যদি পোষ্টগুলো ভালো লাগে তাহলে মূল লেখককে পারলে ধন্যবাদ দিয়ে যাবেন। আমি এই পোষ্টটা মোবাইলে লিখেছি।

ভুল হতেও পারে তাই সকলেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আশা করি। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.