আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটী প্রবাদ-প্রবচনসমুহ (সিলেটী মজার মজার মাত) ২

পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি ! আগের পোস্টের(সিলেটী প্রবাদ-প্রবচনসমুহ ) মোটামোটি সাড়া পেয়ে continue করলাম.... অনেকটাই অবজ্ঞা-অবহেলার কারনে এই ডিঠান(ডাকের কথা, ছড়াকাটা, সিললক) গুলো ইদানীংকার যুবসমাজকে আর ব্যবহার করতে তেমন একটা দেখা যায় না। প্রথম ৩টা ডিঠান আমার ৮০ঊর্ধ্ব নানার কাছে থেকে সংগ্রহ করা ১। । “বোঢ়ায়-ধুঢ়ায়(বিষহীন সাপবিশেষ) রাজ্য পাইলা, কালসর্প বিওড়ে(গর্ত) গেলা। ” ভাবার্থঃ- অযোগ্য লোকের শাসন।

২। । “ছালিয়ে লেট-পেট দুইকান কাটা, ত্রিভুবন দেখাইলেরে তুই চিলাবেটা। ” ভাবার্থঃ- কষ্টসাধ্য কাজ। ৩।

। “জলদি কাম(কাজ) শয়তানী, আস্তে কাম(কাজ) রহমানী। ” ভাবার্থঃ- ধীরে-সুস্থে কাজ করা বাঞ্ছনীয়। ৪। ।

“চুরে চুরে আলি, এক চুরে বিয়া করলা আরেক চুরর হালি(শালি)। ” ভাবার্থঃ- চোরে-চোরে মাসতুতো ভাই। ৫। । “বাপে নায় গুতে, চুঙ্গা ভরি মুতে।

” ভাবার্থঃ- আতিসাজ্য। ৬। । “খাওরা আছইন কররা নাই, বুড়ি মরলে কানরা নাই। ” ভাবার্থঃ- সুসময়ের বন্ধু(দুধের মাছি)।

৭। । “জোয়ানোর জোয়ানকি, আর বুড়ার এক ধামকি। ” ভাবার্থঃ- অভিজ্ঞতা সব জায়গায়ই কাজে লাগে। ৮।

। “চেমা ইমানদার থাকি, খাড়া বেইমান বালা। ” ভাবার্থঃ- স্পষ্টভাষী শত্রু, নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়। ৯। ।

“দুই নাওয়ে চড়ে যে, উপোইত হইয়া মরে সে। ” ভাবার্থঃ- এক সাথে দুই কাজ কখনো ঠিক ভাবে হয় না। ১০। । “ঘাট পার হইলেও, খেওয়ানি হালা।

” ভাবার্থঃ- Selfish। ১১। । “হুটকির ভাড়ারও, বিলাই চকিদার। ” ভাবার্থঃ- যে রক্ষক সেই ভক্ষক।

১২। । “যে যারে নিন্দে, হে তার পিন্দে। ” ভাবার্থঃ- অকৃতজ্ঞ। ১৩।

। “আধ মন তেলো হইতো নায়, আর রাধার নাছও হইতো নায়। ” ভাবার্থঃ- অনিচ্ছা। ১৪। ।

“চুন চুন চুনের ঘটি, রাইত পোহাইলে উজান-ভাটি। ” ভাবার্থঃ- অস্থায়ী। ১৫। । “যার হাতো(সাতো) হয় না, তার হাতাইশোও(সাতাইশ) হয় না।

” ভাবার্থঃ- সময়ের কাজ সময়ে করতে হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.