আমাদের কথা খুঁজে নিন

   

আপনি ভেবে আকুল হন। কাকে আপনার সর্বস্বটুকু তুলে দিবেন, আর কার দিকে এগিয়ে দিবেন আপনার অভিজ্ঞ পশ্চাৎদেশ....

‘‘...সে ছিল শুধু আমাতে আর জোস্নাতে মাখামাখি দিন। মায়ের আচঁলের সুগন্ধ,বাবার আঙুল ধরে পাঠশালা, ঘুড়ির মতো ভো-কাট্টা সুখ। । আমার পায়ে মিশে আছে ধুলিমাটি, দাতের খাপে পোকাধরা আমের টক, গগন শিরিষের উচুঁ ডালে একটা ছোট্ট পাখির বাসা, কদমের রোঁয়া মাখা অবাধ্য চুল,পল্লী আলোচনা করে ‘যেকোন’ সমস্যার সমাধান সম্ভব, এটা আমাদের রাজনীতির ভাষ্য । এই 'যেকোন' সমস্যার সংজ্ঞা আলাদা এই সমস্যা চোরের সমস্যা; চুরির সমস্যা ।

গৃহস্তের দরজা কে পাহারা দেবে সেই সমস্যা । লুটতরাজের লাখের ভাগটা কে নেবে সেই সমস্যা । কিংবা কে কতক্ষণ মুখ বাচিয়ে রাজনীতির অন্ধকারে মানুষের গলায় কাটার মত আটকে থেকে, মানুষের বিশ্বাসকে নির্বিঘ্নে ধর্ষণ করতে পারে সেই সমস্যা । লুটেরা পীঠ বাচাতে কে সবচেয়ে পরে দৌড়াবে, সেই সমস্যা । এই সমস্যার সাথে জীবনের যোগ নেই ।

এই তালিকায় কোন হৃদয়ের রোগ নেই । জনগণ দেবতার শান্তির ভোগ নেই । স্বচ্ছলতার সাথে কভু যোগাযোগ নেই । তবু আপনাকে এটা সমস্যাই ভাবতে হবে ফুটপাথে চায়ের দোকানে বসে এখন আপনি আর রাজা উজির মারেন না আপনার উচ্চারণ এখন ছোয় সংবিধান, গণতন্ত্র, স্বাধিকার স্বজাত্যবোধ; আরো কত দাতভাঙ্গা চকমকি শব্দ । আপনার বিদগ্ধ উচ্চারণগুলো বেতনভুক বারোয়ারী সৈনিকের মতো দর্পভরে লং মার্চ করতে থাকে হাইকোর্ট থেকে সংসদ; গুলশান থেকে ধানমন্ডি; গারদ থেকে রাজপথে; সকাল থেকে সন্ধ্যায়, রোদ্রে কিংবা বৃষ্টিতে; নিয়মিত বিরতিতে ।

আপনি ভেবে আকুল হন। কাকে আপনার সর্বস্বটুকু তুলে দিবেন, আর কার দিকে এগিয়ে দিবেন আপনার অভিজ্ঞ পশ্চাৎদেশ, যাতে রাজনীতিবিদ নামের ঐ লস্করগুলো একটু আস্তে লাথি মারে, কিংবা লাথিতে লাথিতে রক্তাক্ত করে দিলেও শেষকালে অন্তত একবার আন্তরিক ‘সরি’ বলে! হ্যা জনাব সচেতন নাগরিক আপাতত আপনিই আমার দৃষ্টিতে একটা বিশাল ‘সমস্যা’ । কবিতাঃ সমস্যা ! - হাবিবুর রহিম রাত ১২টা ৫৫মি বকশীবাজার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.