আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনে ১৬ সন্তান মায়ের আরো বায়না

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী এবার ১৬ সন্তানের জন্ম দিয়েছেন স্যু রাডফোর্ড। এই আনন্দে আত্নহারা মা স্যু রাডফোর্ড। সন্তান জন্মদানের পর পরই স্বামী ন্যুয়েলের কাছে বায়না ধরেছেন, আমি আরও সন্তান চাই। ৯ ছেলে ও ৭ মেয়ে নিয়ে এরই মধ্যে বৃটেনের সবচেয়ে বড় পরিবারের খেতাব অর্জন করে নিয়েছেন স্যু-ন্যুয়েল দম্পতি। ৩৭ বছর বয়সী এই মা নিজেই তার সন্তানদের দেখাশুনা করেন।

স্যু বলেন, আমি মা হতে ভালবাসি। তাই এ ব্যাপারে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। স্যু রাডফোর্ড প্রথমে যখন মা হন তখন তিনি একেবারে কিশোরী। অর্থাৎ তার বয়স ১৪ বছর। তখন ন্যুয়েলের বয়স ছিল ১৮।

সে সময় জন্ম নেয় তাদের প্রথম সন্তান ক্রিস। ক্রিসের বর্তমান বয়স ২৩ বছর। স্যু আর ন্যুয়েল যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের দ্বিতীয় সন্তান সোফির জন্ম হয়। এখন তার বয়স ১৮ বছর। তারপর একে একে তাদের ঘরে জন্ম নেয়- ক্লোই (১৭), জ্যাক (১৫), ড্যানিয়েল (১৩), ল্যুইক (১১), মিলি (১০), কেটি (৯), জেমস (৮), এ্যলি(৭), অ্যামি(৬), জশ (৪), ম্যাক্স(৩) এবং টিলি(২)।

গত বছর অক্টোবরে জন্ম নেয় অস্কার। আর মাত্র ৭ সপ্তাহ আগে পরিবারে যোগ দেয় ক্যাসপার। তাদের প্রতি সপ্তাহে খাবারের জন্য খরচ হয় ২৫০ পাউন্ড। স্যু-ন্যুয়েল নিজেদের একটি বেকারি পরিচালনা করেন। পরিবারের জন্য তারা কোন সরকারি আর্থিক সাহায্য নেন না।

সবাইকে একসঙ্গে বাইরে নিতে হলে নিজেই নিজেদের মিনিবাস চালায় স্যু। আর সন্তানদের এক সঙ্গে দেখে আবেগপ্রবন হয়ে উঠেন স্যু। (বিদেশি পত্রিকা অবলম্বনে) বাংলাদেশ সময় : ১১০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.