আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনে যৌন নিপীড়ন বেড়েছে

বৃটেনে টিনএজ মেয়েদের ওপর যৌন নির্যাতন ব্যাপকভাবে বেড়ে গেছে। ধর্ষণ করা হচ্ছে ১১ বছর বয়সের মেয়েকেও। সারা বৃটেনে এ অপকর্মের সঙ্গে জড়িত বিভিন্ন গোষ্ঠী। এ ঘটনায় এমপিদের কাছে জানানো হয়েছে, বৃটেনে এমন কোন শহর, গ্রাম বা পাড়া নেই যেখানে শিশু, টিনএজ ও যুবতীরা যৌন হয়রানির শিকার হয়নি। এ বিষয়ে গতকাল অনলাইন মেইল একটি রিপোর্ট প্রকাশ করে।

তাতে বলা হয়, ১১ বছর বা তার কাছাকাছি হাজার হাজার মেয়ে ধর্ষিত হয়েছে না হয় তাদের যৌন হয়রানি করা হয়েছে বৃটেনে। এ কাজে যারা লিপ্ত তাদের অবস্থান শহর ও গ্রাম দু’স্থানেই আছে। শিশুদের বিষয়ে পর্যবেক্ষণ করেন সু বেরেলোউইটজ। তিনি বলেছেন, এমন একটি ঘটনার তদন্ত করছিলেন এক পুলিশ কর্মকর্তা। তিনি তাকে বলেছেন, বৃটেনে কোন শহর, গ্রাম বা পাড়া নেই যেখানে শিশুকে ধর্ষণ বা যৌন হয়রানি করা হয়নি।

ডেপুটি চিলড্রেন্স কমিশনারও সু। তিনি মঙ্গলবার বৃটেনের হাউজ অব কমন্সের স্বরাষ্ট্র বিষয়ক কমিটিতে এমন সব বক্তব্য দিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলেন। তিনি একটি ঘটনার কথা তুলে ধরে বলেন, একটি ক্ষেত্রে এক টিনএজ মেয়েকে দিনের পর দিন ১৪ ও ১৫ বছর বয়সী কয়েকটি ছেলে ধর্ষণ করেছে। এ সময় তারা ব্ল্যাকবেরি ব্যবহার করে অন্য বন্ধুদের তাদের সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানায়। তাদের এসএমএস পেয়ে নতুন বন্ধুরা তাদের সঙ্গে যোগ দেয় এবং পর্যায়ক্রমে ধর্ষণ করে।

সু কমিশনের কাছে বিস্তারিত বর্ণনা করেন কিভাবে লন্ডনে প্রাইমারি স্কুলপড়ুয়া মেয়েদের জোর করে যৌন কর্মকাণ্ডে লিপ্ত করা হয়। তিনি বলেন, এক্ষেত্রে ছেলেদের বড় একটি দল কোন একটি মেয়েকে টার্গেট করে তাদের সঙ্গে ২ ঘণ্টা পর্যন্ত অবৈধ সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে। সু এ সময় এমপিদের বলেন, এমন ঘটনা যে অহরহ ঘটছে আমি তা বলছি না। তবে ঘটছে। তিনি আরও বলেন, কুরুচিপূর্ণ বয়স্ক ব্যক্তিরা নিজেদের অনলাইনে যুবক বা টিনএজ পরিচয় দিয়ে এরকম প্রতারণার ফাঁদ পাতছে।

এক্ষেত্রে তারা ব্যবহার করে ফেসবুক। এমন একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বয়স ৪০ বছরের বেশি। সে তার বন্ধুর তালিকায় এক হাজারের বেশি মেয়ে বন্ধু যোগ করেছে, যাদের বয়স ১২ থেকে ১৪ বছর। সূত্রঃমানবজমিন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.