আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনে বোরকা নিষিদ্ধের বিল রুখে দিলো লেবার পার্টি

Look to the light. Follow the light. Learn from the light. ▲

নেকাব নিষিদ্ধের জন্য বৃটিশ পার্লামেন্টে উত্থাপিত বিলটি পাস হয়নি। বর্তমান বিরোধী দল লেবার পার্টির বিরোধিতার কারণে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ফিলিপ হলোবোর্ন উত্থাপিত বিলটি পার্লামেন্টে পাস করা সম্ভব হয়নি। গত শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিলটি উত্থাপিত হলে লেবার দলীয় বাঙালি এমপি রুশনারা আলীসহ লেবার এমপিরা তীব্র বিরোধিতা করেন। দীর্ঘ বিতর্কে বিলটির পক্ষে তেমন কোন সমর্থন না থাকায় এখানেই থেমে গেল আইন করে নেকাব নিষিদ্ধের প্রচেষ্টা।
বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ এমপি রুশনারা আলী বলেন, নেকাব পরিধান ধর্মীয় স্বাধীনতা এবং অনুশাসনের অংশ।

আমি সবসময়ই নারীদের স্বাধীনতা এবং অধিকার রক্ষায় আন্তরিক। মুসলিম নারীদের অধিকার পরিপন্থি বিল উত্থাপন কনজারভেটিব দলের একটি ভুল। তিনি বলেন, এই বিলটি ছিল একটি প্রাইভেট মেম্বার বিল। এটি ভোটাভুটির পর্যায় পর্যন্ত যায়নি। তার আগেই থামিয়ে দেয়া সম্ভব হয়েছে।

রুশনারা আলী বলেন, মুসলিম নারীরা নেকাব পরিধান করবে কী করবে না তা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা কারো চাপিয়ে দেয়ার কোনো বিষয় নয়। তিনি বলেন, একজন মুসলিম হিসেবে তিনি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বিশ্বাস করেন । যখন বৃটেনে মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী হামলার ঘটনা বাড়ছে তখন এ ধরনের আইন দেশটিতে ইসলামবিদ্বেষী মনোভাবকে আরও উসকে দেবে বলে তিনি মনে করেন।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.