আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুলকে নিয়ে ফেসবুকে করা কিছু মন্তব্য

Good things come to those who wait এক কথায় বলতে হয় বিশ্বের সবচয়ে ভালো ফ্যান আশরাফুলের ফ্যানরা। যারা আজ এই বিপদের দিনে এ্যাশ এর সাথে আছে। স্যালুট এ্যাশ এর ঐসব পাগলা ফ্যানদের। বস ভয় পেয়েও না আমরাতো তোমার সাথেই আছি। ৫ বছর আগে একবার কেদেছিলাম আমার মায়ের মুতু্যর সময় তখন মন টা পাথর করে নিজেকে সামলিয়ে নিয়েছিলাম।

আজ আবার কাদলাম ঠিক ঐ ৫বছর আগের মত মনটা অনেক খারাপ ....অনেক ...লাভ ইউ বস ইউয়ার মাই ফাস্ট হিরো সিন্স ২০০৩ টু .........স্টিল আই লাভ ইউ বস স্টপ ইউয়ার টিয়ারস ....!!!! আমি আর সইতে পারছি না আশরাফুল তুই যাই করোছ না ক্যান মনে রাখবি তোর সাথে কেউ থাকুক বা না থাকুক এই পৃথিবীতে তোর এই নগন্য ফ্যান সিয়াম তোর সাথে ছিলো আছে এবং থাকবে। এই অপকর্মটি দ্বারা ভালবাসা এবং বিশ্বাস ভঙ্গের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন ১৬ কোটি মানুষের আশার ফুল , অপ্রিয় 'আশরাফুল' ... আপনাকে ক্ষমা করতে পারলাম না ... ক্ষমা চাইতে বা দোষ স্বীকার করতে সৎসাহস লাগে। আশরাফুলের সেই সাহস আছে। তাঁকে ক্ষমা করা উচিত। ফিক্সিং করলো ইন্ডিয়ান প্লেয়ার শাস্তি পাইলো পাকিস্তানের প্লেয়ার,ফিক্সিং করলো ইন্ডিয়ান প্লেয়ার শাস্তি পাইলো বাংলাদেশি প্লেয়ার।

ফিক্সিং করবো ইন্ডিয়ান প্লেয়ার শাস্তি পাইবো শ্রীলংকান প্লেয়ার। কিন্তু আর কত? লাভ ইউ বস. . এই কান্না সহ্য করার মতো না. . .;-( আসল অপরাধীরা থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে .আশরাফুলের শাস্তি হবে...... এরপর.................. আবারও ফাঁদ পাতা হবে আরেকজন আশরাফুল এর জন্য.. যে দেশে বস্তা ভর্তি টাকা চুরির অপরাধেও মন্ত্রীত্ব অক্ষত থাকে, যে দেশে বিশ্ব ব্যাংক বার বার তাগাদা দেওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তুচ্ছ পরিমাণ দন্ডের ব্যবস্থা নেয়া হয়না, যে দেশে খুনীরা অনায়সে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় চলে আসে, সে দেশে ম্যাচ পাতানোর দায়ে আশরাফুলের মত জনপ্রিয় ক্রিকেটার নিষিদ্ধ হলে দুঃখে বুক ফেটে কান্না আসলে দোষের কিছু আছে বলে মনে করিনা! অন্যায় করলেও মায়ের কাছে সন্তান যেমন সব সময় প্রিয় থাকে, তেমনি আশরাফুল ভক্তদের মনে আজীবন প্রিয় একজনক্রিকেটার হিসেবেই থাকবে! [img|] দোষ করলে শাস্তি ভোগ করতে হবেই... এটা নিয়ে দ্বিমত নেই এখানে, "সে ক্ষমা চেয়েছে শাস্তি কমানোর জন্য না কিন্তু"... ক্ষমা চেয়েছে; "আমরা কষ্ট পেয়েছি, সেই জন্যে" শাস্তি তার অবশ্যই প্রাপ্য... এবং এই আসামীকে, আমি মন থেকে ক্ষমা করে দিলাম ...শাস্তি শেষ হোক, ঋণ শোধ করে দিস; মন থেকে ক্ষমা করলাম .. কারণ চারটাঃ ১- আশরাফুল নিজের দোষ স্বীকার করছে ২- আশরাফুল আমাদের কাছে ক্ষমা চেয়েছে ৩- আমাকে; এরকম একজন বাঙ্গালীর নাম বলেন, যে উপরের দুটোই করেছে ৪- তিন নম্বরের উত্তর কিন্তু এখনও পাইনি তোমার fan রা তোমায় নিয়ে গর্ব করে তুমি সত্যি মহান । তোমার চোখের পানি বলে তুমি নিষ্পাপ । ভূতের মুখে রাম নাম..... চোর তো চোরই.... খুনি অপরাধ স্বীকার করলেই কি তাকে ক্ষমা করা যায়?? এই বাংলাদেশে যদি রাজাকার জামায়েতে ইসলাম রাজনীতি করতে পারে,তাহলে আশ্রাফুলের খেলার অধিকার ১০০০% আছে আশরাফুল টাকার জন্য ম্যাচ ফিক্সিং করেনি । সে নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য বাধ্য হয়ে ম্যাচ ফিক্সিং করেছে ।

আশরাফুল সেদিন ম্যাচ ফিক্সিং না করলে ঢাকা গ্ল্যাডিয়েটর'স এর ম্যানেজার তাকে দল থেকে বাদ দিতো । তখন আশরাফুলের ফর্মওখারাপ ছিলো আর এই সুজুগ টাই নিলো ডিজি টিমের ম্যানেজার । আশরাফুলকে ফিক্সিং করাতে বাধ্য করলো ওরা । কিন্তু এখন পর্যন্ত ওদের বিরুদ্দে কোন বেববস্থা নেয়া হয়নি । যে ছেলে ১০ কোটি টাকার মতো অফার পাওয়ার পরও আইসিএলে যায়নি সে ছেলে কখনো মাত্র ১০ লাখ টাকার জন্য ফিক্সিং করতে পারেনা।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.