আমাদের কথা খুঁজে নিন

   

আগামী দশকে চীনে যুবতীর চেয়ে যুবকের সংখ্যা বেশি হবে

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক ঊনবিংশ শতাব্দীতে ইয়েলো নদীতে দুটি ভয়াবহ বন্যা এবং সে কারণে সৃষ্ট দুর্ভিক্ষে উত্তর-পূর্ব চীনে ব্যাপক ক্ষতি হয়। এ সময় নিষিদ্ধ ব্যান্ডদল ‘নিয়েন’ বিপুলসংখ্যক যুবককে নজিরবিহীন আকর্ষণ করতে সক্ষম হয়। তারা মিলিশিয়া বাহিনী গঠন করে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে, সরকারি বাহিনীর ওপর হামলা চালায় এবং ক্ষমতাসীন কিং রাজবংশের অবকাঠামো ধ্বংস করে দেয়। রাষ্ট্রবিজ্ঞানী ভ্যালেরি হাডসন এবং অন্ড্রি ডেন বোয়ার মনে করেন, ওই সময় ভয়াবহ দুর্ভিক্ষে মেয়েশিশুদের ব্যাপকভাবে হত্যা করা হয়। এতে সে সময়ের এক-চতুর্থাংশ যুবক বিয়ে করতে না পারায় কোনো সন্তানও হয়নি।

নিয়েন বিদ্রোহীদের এসব উদ্বৃত্ত যুবকের অন্য কিছু করা সম্ভব ছিল না। আগামী কয়েক দশকে নিয়েন বিদ্রোহীদের কাহিনীরই পুনরাবৃত্তি হতে চলেছে চীনে। এ সময় নাটকীয়ভাবে উদ্বৃত্ত যুবকদের দেখা যাবে চীনে। বিশেষ করে চীনের সংখ্যাগরিষ্ঠ হ্যান জনগোষ্ঠীর মধ্যে ছেলেসন্তানদের অগ্রাধিকার দেয়ার কারণে মেয়েশিশুদের হত্যা করা হয়। চীনের অন্য অনেক অংশেও মেয়েশিশুরা অবহেলিত।

চীনের কঠোর এক সন্তান নীতির কারণে এবং সম্প্রতি সস্তা আল্ট্রাসাউন্ড ব্যবস্থা ব্যাপক বিস্তৃতি লাভ করায় জন্মের আগেই গর্ভজাত শিশুর ভ্রূণ পরীক্ষা করে মেয়েশিশু হলে গর্ভপাত করানো হয়। এ কারণে ২০২০ সালের মধ্যে চীনে তরুণীর চেয়ে যুবকের সংখ্যা বেশি হবে। এ সংখ্যা দাঁড়াবে প্রায় ৩ কোটিতে। এ সময় সেক্স অনুপাত হবে নিয়েন বিদ্রোহীদের সময়কালের মতোই। এর পরিণতি হতে পারে বিপর্যয়ের।

তখন অনেক যুবকই পরিবারিক জীবন শুরু করার জন্য সঙ্গিনী খুঁজে পাবে না। অনেক দরিদ্র যুবকের জীবন কেটে যাবে স্ত্রীবিহীন। ইতিহাসে দেখা যায়, কোনো সমাজে যুবকের সংখ্যা বেশি হলে সেখানে সহিংসতার মাত্রা বেড়ে যায়। আমেরিকার সীমান্তবর্তী অঞ্চল ‘বন্য পশ্চিম’ উপাধি পেয়েছিল। কারণ সেখানে পুরুষের সংখ্যা ছিল বেশি এবং বিবাহযোগ্য নারীর সংখ্যা আশঙ্কাজনক হ্রাস পেয়েছিল।

চীনের যেসব অঞ্চলে পুরুষের সংখ্যা বেশি, সেখানে জুয়া, মদপানসহ মাদক গ্রহণ, অপহরণ, নারীপাচারের মতো অপরাধ দ্রুত বেড়ে চলেছে। আগামী দু’দশকে চীনে যুবকের সংখ্যা বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে এসব যুবকই শুধু বিপন্ন হবে না, তাদের চারপাশের লোকদেরও বিপদে ফেলবে। এসব যুবক রাজনৈতিক বিক্ষোভ, মৌলবাদী তত্পরতা, এমনকি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডেও জড়িয়ে পড়তে পারে। সূত্র : সিএনএন। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।