আমাদের কথা খুঁজে নিন

   

গণহত্যার পরে

"জল যে পথে যায় রক্ত সে পথে যায় না, কেননা রক্ত জলের চাইতে গাঢ় এবং ঘন।" [আহমদ ছফা] "আমারে তালাবদ্ধ রেখে আমারে আগুনে পুড়িয়ে মেরে প্রেসনোট শুধু প্রেসনোট আমি চাই না কারখানা কেন বন্দীশিবির বদ্ধ দম বন্ধ ঘরে আমার এ আটক মানি না মানি না..." (কফিল আহমেদ) না, আমরা কষ্ট পাই নি, আমরা কষ্ট পাবো না আশুলিয়ার তাজরীন ফ্যাশনের শ্রমিকদের মৃত্যুতে আমাদের কিছুই যায় আসে না শ্রমিকদের মৃত্যুতে-গণহত্যায়-হারামিদের কোনোকালেই কিছু যায় আসে নি... তো কি হয়েছে তারা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে? তো কি হয়েছে গণহত্যার পরে তারা আর কারো মা নেই, বাবা নেই, বোন নেই, ভাই নেই, স্বামী নেই, স্ত্রী নেই, স্বপ্ন নেই, ভালোবাসা নেই? কয়লা, স্রেফ কয়লা হয়ে গেছে তারা, শ্রমিকেরা তো কি হয়েছে? তাদের তেষ্টা পেলে পানি খেতে দেওয়া হয় নাঃ "প্রোডাকশন হ্যাম্পার হবে" টয়লেটে যেতে চাইলে মানা করা হয়ঃ "প্রোডাকশন হ্যাম্পার হবে" কারখানায় আগুন লাগলে (বা, লাগালে) বেরোতে না দিয়ে পুড়িয়ে কয়লা করা হয়ঃ "প্রোডাকশন হ্যাম্পার হবে" তারা কি আর মানুষ নাকি? তারা তো শ্রমিক! অবশ্য তারা এখন আর শ্রমিকও নেইতার আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে কয়লা, স্রেফ কয়লা হয়ে গেছে... তাই আসুন, আমরা বরং মালিকটার জন্য শোকে কাতর হই সাড়ে তিন কোটি টাকার সূতার জন্য হাহাকার করি অথবা চলুন, আমরা বরং সেলিব্রেট করি সরকারি শোকদিবস আমাদের মতো হারামিদের জন্য যা অত্যন্ত মানানসই ! শুধু সেই মেয়েটি, ধ্বংসস্তূপের মাঝে যাকে খুঁজে পায় নি প্রিয় স্বজনেরা যার গলার হার কেবল পড়ে ছিল এক কোণায় (একটা শস্তা-মেয়েটির জীবন ও মৃত্যুর মতোই-হার হয়তো দিয়েছিল তার ভালোবাসার মানুষ অথবা গ্রাম থেকে বয়ে আনা বাপ মা'র একমাত্র চিহ্ন আদরের বা কিছুই নয়, স্রেফ শখ করে কেনা একটা হার) শুধু সেই মেয়েটি, বা তার মতো অন্য যারা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে কয়লা, স্রেফ কয়লা হয়ে গেছে তাদের সকলের আত্মা চিৎকার করে আমাদের মতো নির্লিপ্ত হারামিদেরকে অভিশাপ দিতে থাকবে এই বধ্যভূমিতে অভিশাপ দিতে থাকবে অভিশাপ দিতে থাকবে অভিশাপ দিতে থাকবে অভিশাপ...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.