আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ "Tae Guk Gi: The Brotherhood of War (2004) (original title: Taegukgi hwinalrimyeo)

অসীমের পথে হেঁটে বড় ক্লান্ত... মনে হয় চারিদিকে সবই ভ্রান্ত... বড় কঠিন থাকা টিকে জ্যান্ত... তবু দেবোনা এই রণে ক্ষান্ত... আমি পথিক এক ক্লান্ত শ্রান্ত... দিবই পাড়ি পথ অসীম অনন্ত... ব্লগার বন্ধুগন আজকে আপনাদের সাথে একটি অনন্য মুভির কথা শেয়ার করবো। এটি একটি কোরিয়ান যুদ্ধের মুভি। তবে যুদ্ধের মুভি হয়েও এর ব্যাপ্তি অনেক বিশাল। অনেকেই হয়ত এরই মাঝে এই মুভিটি দেখে ফেলেছেন তবে কারো বাকি থাকলে অবশ্যই দেখে নিবেন এই চমৎকার মুভিটি। (বি.দ্রঃ রিভিউটি আগে আমরা ɯoʌıǝ পাগল™ বোইন qɹoʇɥǝɹ পেইজে শেয়ার করেছিলাম) "Politics is war without bloodshed while war is politics with bloodshed"-Mao Tse-Tung খুব ছোট্ট একটি উক্তি যা কিনা হাজার বছর ধরে চলমান মানুষের সাথে মানুষের রক্তক্ষয়ী যুদ্ধের সুফলভোগকারী আর ক্ষতিগ্রস্তদেরকে চিহ্নিত করতে অতি মাত্রায় সক্ষম... যুদ্ধ সাধারন দেশবাসী শুরু করে না বটে... কিন্তু যুদ্ধ প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় ভাবেই সাধারন দেশবাসী লড়ে... আজকে আপনাদেরকে যে মুভিটার কথা বলব হ্যাঁ এটিও একটি যুদ্ধের মুভি বটে... তবে আর ৫-১০টি যুদ্ধের মুভির মত নয় এটি... মুভির শুরু ১৯৫০এ দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক যুদ্ধ দিয়ে... তবে এটি কোন যুদ্ধের ইতিহাস নয়, এটি কোন এক দেশের জয় আর অন্য দেশের পরাজয়েরও গল্প নয়...এতে করা হয়নি জাতীয়তাবাদ কিংবা কমিউনিসম এর আলেখ্য... এটির ব্যাপ্তি অনেক বিশাল... এতে পরিবার, ভ্রাতৃত্ববোধ, পরিবারের প্রতি দায়িত্ব ও ভালোবাসাকে যুদ্ধের চেয়েও বড় করে তুলে ধরা হয়েছে... ভাগ্যের নির্মমতায় একই পরিবারের দুই ছেলেকে যুদ্ধ করতে নিয়ে যায় দক্ষিন কোরিয়ান মিলিটারিরা আর যাওয়ার আগে বড় ছেলে তার মাকে প্রতিশ্রুতি দিয়ে যায় যে তার ছোট ভাইকে ফিরিয়ে আনবে... আর সেই প্রতিশ্রুতি রক্ষার্থে যুদ্ধের ময়দানেও সব সময় বড় ভাই এর ছোট ভাইকে আগলে রাখার যে অলিখিত সংগ্রাম তা সত্যি মুভিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে... এর পাশাপাশি যুদ্ধ একটি মানুষকে কতটা পাল্টে দিতে পারে সেটিও অতি নরম স্বভাবের বড় ভাইয়ের খুনে ও পাশবিক হয়ে যাওয়া দিয়ে পরিচালক বেশ নিপুন ভাবে ফুটিয়ে তুলেছেন... আর পুরো মুভি জুড়ে যুদ্ধের যে সহিংসতা আর ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে তা অতি বাস্তবতাকেও হার মানায়... কিছু কিছু দৃশ্য আপনার মর্মে গিয়ে আঘাত করবেই... আর একটি দিক যা না বললেই নয়... এখানে পরিচালক দল-মত নির্বিশেষে গিয়ে দুই পক্ষের নির্মমতাকেই তুলে ধরেছেন... একদিকে যেমন তুলে ধরেছেন কমিউনিস্ট দের সারা গ্রামকে নৃশংস ভাবে হত্যার ঘটনা ঠিক তেমনি ভাবে অ্যানটি কমিউনিস্টদের সাধারন মানুষকে কমিউনিস্টের তালিকায় নাম থাকার অপরাধে ধরে ধরে হত্যাকেও অতি নিপুন ভাবে তুলে ধরেছেন... পাশাপাশি বলব পুরো মুভির চিত্রায়ন, সাউন্ড, সম্পাদনা আর "Je-gyu Kang" এর পরিচালনা ছিল বেশ নিখুত... যুদ্ধের দৃশ্যায়ন ছিল চমৎকার। আর অভিনয় তো অসাধারণ...। বিশেষ করে দুই ভাইয়ের চরিত্রে "Dong-gun Jang" আর "Bin Won" দুজনেই ছিল সেইরকম... একটি যুদ্ধ একটি সাধারন মানুষকে কতটা বদলে দিতে পারে... একটি প্রতিশ্রুতি রক্ষার জন্য একজন অতি সাধারন মানুষ কতটা অসাধারণ হয়ে উঠতে পারে... একজনের ভ্রাতৃ প্রেম কতটা গভীর হলে নিজেকে বিলিয়ে দিয়ে ভাইকে রক্ষার চেষ্টা করা যেতে পারে... ইতিহাস, যুদ্ধ, বীরত্ব, খ্যাতি সব কিছুকে ছাপিয়ে কেনই বা ভাইয়ের প্রতি ভাইয়ের টান আর পরিবারের প্রতি নিজের নিবেদনটাই বড় হয়ে উঠল... কি জানতে ইচ্ছা হচ্ছে না???? তাহলে এখনই দেখে ফেলুন... আর আপনাকে এটুকু বলব আপনার হৃদয়ের বেশ গভিরে ছুয়ে যাবে... মুভির নামঃ "Tae Guk Gi: The Brotherhood of War (2004) (original title: Taegukgi hwinalrimyeo) http://www.imdb.com/title/tt0386064/ ডাউনলোড লিঙ্কঃ Taegukgi - The Brotherhood of War DVDrip ENGLISH subs 1.37GB অথবা The Brotherhood Of War (Tae Guk Gi) 2004 DC 720p BRRip x264 vice 2.57GB (ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.