আমাদের কথা খুঁজে নিন

   

তুমি বেচেঁ আছ ম্মৃতিতে মোর

স্পর্শকাতর তোমার গাল যে গাল গোলাপের পাপড়ির মতো কুসুম কোমল ছিল বয়সের ভর সামলে উঠতে না পেরে হয়তোন ভালবাসার অধিকারে স্পর্শ করেছিলাম উত্তাল হাওয়ার আলতো স্পর্শেই তোমার লজ্জাহীনতার মুচকি হাসি শিখরিত পুলক জ্ঞান হারানোর দীশা আমার ভয়ে গাঁ ছম ছম করেছিল এর পরে আর ... সে দিন আজ শুধু স্মৃতিপট কবিতার পংতি তুমি রাতের আকাশের জ্যোস্না তুমি এখন বলো প্রশ্ন তোমার? ভীরুদের হয়তো আমি একজন নয়তো কথা দিয়ে কথা না রাখার জন্য কত বার ক্ষমা চেয়েছি ফের তুমি ও কম জেদি নও ফিরেও তাকালে না আর শুনলে না অবেক্ত আরাদনা জানলেও না কোথাই কেমন আছি অভিমানি তোমাকে বুঝানো হয়নি বলে আজ আমাকে উদ্যানের সবুজ মনে হয় ভিবিসিকাময় মরু উদ্যান যাদুঘরে ও যেতে ভয় চারদিক ঘিরে তুমি স্বপ্নরা অনেক জালাতন করে এর পর এই আমিকে তুমি কি বলবে ? ২৫/১১/২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।