আমাদের কথা খুঁজে নিন

   

এ শহরে কেউ বেচেঁ নেই

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " এ শহরে কেউ বেচেঁ নেই শুধু যন্ত্র আর যান্ত্রিক শব্দ, ধূলো আর গন্ধের এই বিষাক্ত আধুনিকতায় মানুষের মৃত্যু হয়ে গেছে; সকালের মৃত্যু হয়ে গেছে; রাত্রির মৃত্যু হয়ে গেছে! বিত্তশালী এই শহরে সকালের রাত্রির নির্জনতা মরে গেছে নিদারুণ ব্যস্ততার বিষে, যন্ত্রের সুর শুনে বিষন্নতার ভারে মরে গেছে দোয়েল, ঘুঘু, বক। শহরের এই ব্যস্ততা দেখে সব ফুল বিবর্ণ হয়ে ঝরে গেছে কংক্রিটের জানালার ধারে অথবা ফুটপাতে একরাশ ধুলোর আঘাতে। সন্ধ্যায় তোমার কর্মক্লান্ত শরীরও মরে গেছে যান্ত্রিকতায় চোখ রেখে ; অনিবার্য কামনার নিবৃতি শেষে সকালের কর্কশ সাইরেনে। অলস সময় এখানে মৃত আবসর দুষ্প্রাপ্য এখানে, নির্মল ভাবনারা এসে পীড়িত করে না কভু শহরের বড় বড় মানুষের মন। ভালবাসারও আগে স্বার্থ আর সম্পদ শিকার করে নিয়ে যায় এইসব লাশের হৃদয়। এতসব মৃত্যু দেখে যে আমি বিকেলের শেষ আলোতে তোমার হাত ছুয়ে মেঠো পথে হেটে যাবো বলে ভেবেছিলাম তারও মৃত্যু হলো; এ শহরে কেউ আর বেচেঁ নেই! ........ (এ এক মৃত শহর, 26/4/13 )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।