আমাদের কথা খুঁজে নিন

   

বেচেঁ থাক ভালবাসা !!!!

"প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়, আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়। তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও, হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও। " চারিদিকে শুধু ভালবাসা আমি তারে ভালবাসি সে আমারে ভালবাসে। এ যেন আধুনিক এক ফ্যাশন। ভালবাসাহীন মানুষ খুঁজে পাওয়াও যেন দুস্কর।

ভালবাসার জন্য আত্নাহুতি ভালবাসার জন্য গৃহত্যাগ সবই যেন স্বাভাবিক। ভালবাসা আছে,সবার মধ্যেই আছে কিন্তু সে ভালবাসার কেন্দ্রবিন্দু নারী। ভালবাসা নেই মানবতার নেই মনুষত্যের। রাস্তার পাশের অসহায় মানুষগুলোর জন্য, আমাদের নেই কোন ভালবাসা। রেললাইনের পাশে ক্রন্দনরত শিশুর ক্রন্দনে আমাদের চোখে অশ্রু আমে না।

দ্বারে দ্বারে ভিক্ষা করা পঙ্গু মানুষটির জন্য আমাদের ভালবাসা জন্মায় না। আস্তাকুরের পচাঁ খাবার খাওয়া মানুষটির জন্য হৃদযের গহীনে অনুভুতি জন্মায় না। বৃদ্ধ কোন রিক্সা চালকের মুখের উপর গালা-গাল দিতে আমরা কার্পণ্য করি না। তবুও ভালবাসা বেচেঁ থাক, ভালবাসা অমর হোক। ভালবাসা যে পবিত্র।

হায়রেরর.. ভালবাসা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।