আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে বুঝবেন কখন জামাত-শিবির চোরাগুপ্তা হামলা চালাবে?

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D এটা আমার সম্পুর্ন্ন ব্যক্তিগত অভিমত । ইদানিং এই ফ্যসিস্ট দলটি যা শুরু করেছে তার সম্বন্ধে শুধু একটা কথায় বলতে চাই, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে । এখন এই যুদ্ধঅপরাধী দলটা যা শুরু করেছে, তাতে একটা জিনিস অনিশ্চিত হয়ে পরেছে আর তা হলো নিরাপদে ঘরে ফিরা । প্রতিনিয়ত আমাদের কে জীবিকার তাগিদে বাহিরে যেতে হয়, যার ফলে দুশ্চিন্তা না করে থাকা যাই না । যাই হুক এখন কাজের কথায় আসি ।

আমি এখন যে পদ্ধতিটির কথা বলব তা সম্পুর্ন্ন আমার ব্যক্তিগত অভিমত । আর তা হলো, আপনি এখন থেকে নিয়মিত আচ করতে পারবেন, কখন জামাত-শিবির চোরাগুপ্তা হামলা চালাতে পারে । তা আপনি সামুর মাধ্যমেই জানতে পারবেন । আমি বিগত কয়েকদিন যাবত সামুতে একটা জিনিস লক্ষ্য করছি, জামাত শিবির যে দিন চোরা গুপ্তা হামলা চালাবে তার টিক আগের দিন গিলমানরা (জামাতি চাগু) যুদ্ধূপরাদী আদালত এবং তার বিচার ব্যবস্তা নিয়ে প্রশ্ন তোলা, কখনোবা হাসিনা-খালেদা ভারত গিয়ে তিলক পরছে তা নিয়ে, কখনো বা শয়তানের সর্দার সাইদী কোন আমলে নাকি ইসলামের ব্যাপক খেদমত করেছে তা নিয়ে একটার পর একটা পোস্ট আসতে থাকে । চোরা গুপ্তার হামলার আগের দিন একসাথে কয়েক্পাল শুয়োরের(জামাতি ছাগু) আগমন হয় সামুতে...তাদের একটাই উদ্দেস্য থাকে তা হলো পরের দিনের হামলাকে জায়েজ করা ।

আর যখন হামলা হয় তখনকার কথা তো বাদই দিলাম, তখন একপাল শুয়োর থাকে থাকে রাস্তায় আর আরেক পাল থাকে সামুতে । তারা একটার পর একটা মূল্যবান লেদা(পোস্ট) ফালাইতে থাকে সামুতে... আমার উপরের অভিমতের সাথে অনেকেই একমত হবেন আশা করি । তাই আপনাদের উদ্দেশে একটা কথায় বলতে চাই, প্রতিদিনই আমাদেরকে বাহিরে যেতে হয়, তাই আগের দিন এবং সকালে সামু তে একটু দেখে নিবেন যে কয়েকটি শুয়োর একই ধরনের লেদা(পোস্ট) লেদায়ছে কিনা!! আমাদের সকলের যাত্রা শুভো হোক...সর্বশক্তিমান সব সময় আমাদের পাশে রয়েছেন...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.