আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।
একজন বো ডেরেক এবং একজন কবি তারপর মানবজীবনের পথে
------------------------------------------------------------
ধরণীতে কিছু অস্পষ্ট কথা থেকে যায়,
ধরণীতে কিছু অস্পষ্ট কথা থেকে যাবে,
নারীর অস্পষ্ট নারীত্যে।
প্রেমের নক্ষত্রেরা ঝরে যায়
আকাসের অন্তরালে নষ্ট যৌবনের হিয়ায়।
শরীরের নড়ক নিয়ে বিচিত্র মানবজীবন আমাদের ;
কোথায় আজ ভাদ্রের মাটিতে লালনের পথ চলা ?
কোথায় আজ কবি তোমার শৈশবের স্মৃতি বেলা ?
সৌখিন গড়নে বিকিনি তোমার,
ধরনির আ কোন হিয়ায় ভোলাতে চাও
আমাদের মানবজীবনকে ?
হে বো ডেরেক লজ্জ্যা তোমার মুখাবয়বে ।
জীবনের সান্দ্রতাঙ্ক আজ এখানেই
বিলীন হয়ে যাক – সুখ বন্দনার সূত্রের নিয়মে ।
নেই একতা – নেই চোখের সচ্ছলতা
গহীন অন্তরে কেবল রাগিণী তোমার
বনশ্রী রূপালী কূপ ।
মৃত মাতিরা জেগেছে সজীবতা নিয়ে
তারা আবারো ফসল ফলাবে,
মানবজীবনের অমৃতের ক্ষুধা মেটাবে ।
জেসব প্রেমিকেরা মৃত্যু পেতেছিল
তারাও প্রেমের ভূমিকা সংগীত গেয়ে
জন্ম নিতেছে যেন তোমার
ঠোঁটের পরশ পেতে;
গভীর নাভি তোমার হে বো ডেরেক।
চল্লিশ পেড়িয়েছো সে বহু আগেই
তবু বয়সের ভার কোন বয়সী বৃক্ষের মত নয়;
অনন্ত যৌবনা তুমি আজ ধরণীর মন কনিকা ।
চোখের ওই নীলিমায় প্রেমের নক্ষত্রেরা কাঁদে ।
আমাদের ইহ সমাচার নতুন ধ্বংসের দৃষ্টান্ত গড়বে জানি।
মিশুক প্রজাপতিরা পরাগায়ন ঘটাবে
ফুলেতে – ফুলেতে,
নতুন কলি থেকে ফুল ফুটবে
প্রজাপতির বিশ্বাস সেখানেও প্রোথিত রবে ।
কোন আশা পেতে জন্ম তোমার ফুল ?
অস্পষ্ট জীবন বোধে কবি চলে গেলেন;
এ অনির্বাণ শিখা মস্তিষ্কে দহন ঘটাবে চিরকাল ।
আচরণ নষ্ট হতে চায়, তবু শিহরন – শিহরন
স্পর্শ চায় তোমার ।
ফিরে এসো শুভ্র মানবজীবনের পথে
ফুলেল বো ডেরেক;
আমাদের জীবনত এক প্রার্থনার গানের মতন
এখানে যৌবনের পিপাসায় মিটাইয়না
জীবনের শেষ আশা –
দ্বিতীয় জীবনের শেষ আশা ।
এসো চলি পথিকের প্রার্থনা গীতের পথে ।
এতটুকু বিশ্রাম নেবে না – যে বিশ্রাম
দীপ্তির কাল হতে পারে ।
প্রেমিকের কলুষিত আত্মায় আশ্রয় চেয়ে নয়,
শুভ্র প্রেমিকের আত্মায় নতুন প্রেম রচে এসো
ধরণীর চির কবিতার আখরে মিশে যাই।
এই কবির আত্মায় নতুন প্রেম রচে এসো
বো ডেরেক,
ধরণীর চির কবিতার আখরে মিশে যাই;
তারপর মানবজীবনের পথে ।
-------------------------------------
২৩ শে ভাদ্র, ১৪০৭
বো ডেরেক অভিনীত সিনেমা সমূহ
হায় আমার বো ডেরেক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।